ফোনে খুনের হুমকি দেওয়া হল কৌশিক সেনকে
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠির পরিপ্রেক্ষিতে ফোনে খুনের হুমকি দেওয়া হল অভিনেতা কৌশিক সেনকে। গতকাল দেশের ৪৯ জন বিদ্বজন ধর্মীয় অসহিষ্ণুতার বিরোধিতা করে শান্তি ফিরিয়ে আনার অনুরোধ করে মোদীকে এক খোলা চিঠি লেখেন। প্রতিদিন ভারতের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ক্রমবর্ধমান হিংসা ও অশান্তির বিরোধিতা করে এই খোলা চিঠিতে কৌশিক সহ স্বাক্ষর করেন আদুর গোপালকৃষ্ণণ, মণি রত্নম, রামচন্দ্র গুহ, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, কঙ্কনা সেনশর্মা, রেবতী, শ্যাম বেনেগল, শুভা মুদগল, রূপম ইসলাম, অনুপম রায়, অঞ্জন দত্ত ও গৌতম ঘোষের মত বিশিষ্টজনেরা। সেই চিঠির প্রেক্ষিতে দেশের রাজনৈতিক মহলে ঝড় বয়ে গেছে গত ২৪ ঘন্টায়।
এই চিঠির জেরেই গতকাল তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৌশিক সেন। “গতকাল একটি অজানা নম্বর থেকে ফোন আসে আমার কাছে, যেখানে আমাকে হুমকি দেওয়া হয় যে আমি যদি অসহিষ্ণুতা ও ধর্মীয় হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করা বন্ধ না করি তাহলে আমাকে খুন করা হবে,” দাবী কৌশিকের।
যে জন থাকে মাঝখানে
তবে এই ধরণের হুমকি ফোনে তিনি তাঁর প্রতিবাদের জায়গা থেকে পিছিয়ে আসবেন না বলেই জানিয়েছেন কৌশিক। ওই ফোন নম্বরটি তিনি তাঁর বাকি সঙ্গী যারা ওই চিঠিতে সই করেছেন, তাদেরকেও পাঠিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
ছবি: আনন্দবাজার পত্রিকা