বাংলায় বাজেট নেই, দক্ষিণী ভাষাতেই আস্থা রাখছে টিম ‘১৭৭০’
RBN Web Desk: স্বাধীনতা আন্দোলনের বীজমন্ত্র বন্দেমাতরম গানটি বর্তমানে বিভিন্ন সুরে গাওয়া হলেও তার মূল সুরের মাহাত্ম্য আজও একইরকম। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসের জন্য গানটি রচনা করেন। বন্দেমাতরমের দেড়শো বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আনন্দমঠ উপন্যাসের অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে দক্ষিণী ছবি ‘১৭৭০-এক সংগ্রাম’। বিভিন্ন ভাষায় ছবিটি মুক্তি পাবে যার মধ্যে বাংলা ও হিন্দি অন্যতম। ‘বাহুবলী’র সহকারী পরিচালক অশ্বিন গঙ্গারাজুর পরিচালনায় দ্বিতীয় ছবি হতে চলেছে এটি। ছবির মূল ভাবনা ও উদ্যোগ এক বাঙালির, তিনি রামকমল মুখোপাধ্যায়।
১৮৮২ সালে প্রকাশিত হয় ‘আনন্দমঠ’। তারও একশো বছর আগে সংঘটিত উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে এই উপন্যাস রচনা করেন বঙ্কিম। তবে ধর্মীয় উস্কানিমূলক মতবাদের অভিযোগ তুলে তৎকালীন ইংরেজ সরকার উপন্যাসটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবু জাতীয়তাবাদে ভরপুর এই উপন্যাসকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া আটকাতে পারেনি কোনও পক্ষই। হাতে লিখে এই উপন্যাসের সংস্করণ ছড়িয়ে পড়তে থাকে সারা বাংলায়।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
কাহিনীর মূল ভাষা বাংলা। তাই ‘আনন্দমঠ’ নিয়ে ছবি করতে হলে তা বাংলাতেই করা যেত, তাহলে দক্ষিণী ভাষায় কেন? রামকমল রেডিওবাংলানেট-কে বললেন, “কারণটা খুবই সহজ। প্রথমত এরকম একটা ঐতিহাসিক কাহিনী সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার জন্য দক্ষিণী ভাষার বিকল্প নেই। আর দ্বিতীয়ত যে বিরাট মাপের আয়োজন এই ছবির ক্ষেত্রে প্রয়োজন, তা প্রযোজনা করার উপযুক্ত বাজেট বাংলায় পাওয়া সম্ভব নয়। তবে ছবিটি চারটি দক্ষিণী ভাষা ছাড়াও বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে।”
যদিও ‘আনন্দমঠ’ থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি তৈরি হতে চলেছে তবু ছবির নাম ‘১৭৭০’ রাখার কারণ প্রসঙ্গে রামকমল জানালেন, “ছবিটি অবশ্যই উপন্যাস অবলম্বনে। তবু গল্পে কিছু পরিবর্তন থাকবেই। এছাড়া নামের ভেতর ১৭৭০-এর উল্লেখ থাকলে সর্বভারতীয় ক্ষেত্রে দর্শকদের ছবির বিষয় সম্পর্কে বুঝতে সুবিধা হবে।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
ছবিতে কারা অভিনয় করবেন সেই প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি বলে জানালেন রামকমল। চিত্রনাট্য লেখা শেষ হলে তবেই এই ব্যাপারে তাঁরা আলোচনায় বসবেন। তবে চিত্রনাট্য অনুযায়ী কোনও বিশেষ চরিত্রে হয়তো বাংলার অভিনেতাদের প্রয়োজন হতে পারে বলে জানালেন তিনি।
ছবির চিত্রনাট্য লিখেছেন ভি ভিজয়েন্দ্র প্রসাদ। আগামী বছর ছবির শুটিং শুরু হবে। ২০২৪-এ সারা ভারতে মুক্তি পাবে ‘১৭৭০-এক সংগ্রাম’।