কৌশিকের প্রথম হিন্দি ছবিতে সৌরভ, সুপ্রিয়া, রঘুবীর
RBN Web Desk: তাঁর প্রথম হিন্দি ছবিতে হাত দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম ‘মনোহর পান্ডে’। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্ল ও রঘুবীর যাদব। এছাড়াও থাকছেন সুপ্রিয়া পাঠক কাপুর। আজ কুমোরটুলি এলাকায় সৌরভকে নিয়ে ছবির শুটিং শুরু করলেন কৌশিক।
করোনা অতিমারী আমূল পাল্টে দিয়েছে সাধারণ মানুষের জীবন। গড়পড়তা মধ্যবিত্তের জীবনের গাড়ি মধ্যবয়সে এসে এমনিই একটু ঢিমেতালে চলতে থাকে। সেখানে তাকে প্রায় অকেজো করে দিয়েছিল গত বছরের দীর্ঘ লকডাউন। এ গল্প মনোহর পান্ডে, সঙ্গীতা পান্ডে ও বিকাশ সিংয়ের ব্যক্তিগত সম্পর্কের। কীভাবে করোনা ও লকডাউন এসে শহুরে মধ্যবিত্তের জীবনকে অন্য খাতে চালনা করে, সেই গল্পই থাকছে এই ছবিতে। এই আদ্যন্ত রোমান্টিক শহুরে রূপকথায় বিবাহ বহির্ভূত প্রেম শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখবে, দাবি প্রযোজনা সংস্থার।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
কৌশিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জ্যেষ্ঠপুত্র’। তারপর বেশ কিছু ছবির কাজ শেষ হয়ে গেলেও লকডাউনের কারণে তা মুক্তি পায়নি। আজ থেকে শুরু হলো তাঁর নতুন ছবির কাজ।
এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ‘মনোহর পান্ডে’।