ইঁদুরদৌড় ও একাকীত্ব নিয়ে ‘মেসবাড়ি’
RBN Web Desk: আজকাল শিশুবয়স থেকেই সবাই ইঁদুরদৌড়ে ব্যস্ত। ‘রাত জেগে বাবাদের লাইন দিয়ে ফর্ম তোলা’ থেকে যতদিন না অন্নসংস্থানের ব্যবস্থা হচ্ছে, ততদিন এই দৌড় চলতেই থাকে। প্রতিটা বয়সের দৌড়ের শেষ সীমায় থাকে বয়সোচিত প্রাপ্তি। এই দৌড়ে প্রতিযোগিরা ভুলে যায়, একসময় প্রবীণেরাও এতে সামিল হয়েছিল। তাদের একপাশে সরিয়ে রেখেই চলতে থাকে দৌড়। কেউ ভাবে না, একসময় তাদেরও জায়গা হবে সেই সাইডলাইনে। তাদের পরবর্তী প্রজন্ম দৌড়তে-দৌড়তে দু’দণ্ড কথাও বলতে ভুলে যাবে।
ইঁদুরদৌড় ও একাকীত্ব, এই বাস্তবতাকে মূল উপজীব্য করেই আসছে দীপান্বিতা সেনগুপ্তের ছবি ‘মেসবাড়ি’। ছবির কেন্দ্রীয় চরিত্র স্বামীকে হারিয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার বদলে একটি মেসবাড়িতে গিয়ে ওঠেন। ভেবেছিলেন, জীবনের শেষ ক’টা দিন একটু হই-হুল্লোড়ের মধ্যে কাটিয়ে দেবেন। সে ভাবনা সফল হলো কি?
ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন খেয়ালী দস্তিদার। অন্যান্য চরিত্রে আছেন বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ, ধীমান ভট্টাচার্য, শুভশ্রী সেনগুপ্ত ও আবীর সেনগুপ্ত।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
হুমায়ুন আহমেদের কাহিনিসূত্র অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন দীপান্বিতা। ছবির গীতিকারও তিনি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। রূপঙ্কর বাগচীর গলায় গান শোনা যাবে এই ছবিতে। ‘মেসবাড়ি’র চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সৌরভ বন্দ্যোপাধ্যায়।
দীপান্বিতা বললেন, “ব্যস্ততার মধ্যেও সবাইকে পাশে নিয়ে বাঁচার নামই যে জীবন, সেটাই দেখা যাবে ‘মেসবাড়ি’তে। আশা করি এই ছবিটি দর্শকের ভালো লাগবে।”
শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মেসবাড়ি’।