৩০ পার করে ফের আসছে ‘আন্দাজ় অপনা অপনা’
RBN Web Desk: ১৯৯৪ সালের নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার সন্তোষীর কমেডি ছবি ‘আন্দাজ় অপনা অপনা’ (Andaz Apna Apna)। এ বছর সেই ছবির ৩০ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে ছবিটিকে আবারও রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আমির খান (Aamir Khan), সলমন খান (Salman Khan), রবিনা ট্যান্ডন (Raveena Tandon), করিশমা কপূর (Karishma Kapoor), পরেশ রওয়াল (Paresh Rawal) ও শক্তি কপূর (Shakti Kapoor) অভিনীত ছবিটি সেই সময় মোটামুটি হিট হলেও পরবর্তীকালে তা ভারতীয় সিনেমার ইতিহাসে কাল্ট ক্লাসিক সেবে জায়গা করে নিয়েছে।
ছবির বাজেট প্রথমে ছিল ₹১ কোটি। এক বছর সময় হাতে নিয়ে ছবিটি নির্মাণ করা শুরু করেন সন্তোষী। কিন্তু অভিনেতাদের ডেটের সমস্যায় সেই ছবি শেষ হতে সময় লাগে প্রায় চার বছর। বাজেট বেড়ে হয় ₹৩ কোটি। মুক্তির পর ছবিটি সর্বত্র ভালো চললেও কোনওভাবে রটিয়ে দেওয়া হয়েছিল ব্যবসা ভালো হয়নি। এমনকী মুক্তির সপ্তাহখানেক পর সাফল্য দেখে মহারাষ্ট্রে ছবিটিকে করমুক্ত করে দেওয়া হয়।
মুক্তির বছর দুয়েক আগে দেওয়া এক সাক্ষাৎকারে সলমন জানান, দুর্দান্ত হাসির ছবি হলেও আমিরের মুখে সমস্ত মজাদার সংলাপ রয়েছে, যেহেতু তাঁর অভিনীত চরিত্রটি বেশি কথা বলে। তাঁর নিজের চরিত্রটি বোকাসোকা তাই তেমন ভালো সংলাপ তিনি পাননি। তবে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য। তিনি চুল কেটে, পা ভেঙে এবং ডেট না দিয়ে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে সবটাই তিনি মজা করে বলেছিলেন।
আরও পড়ুন: পুলিশ-অপরাধীর খেলা নিয়ে নতুন থ্রিলার
ছবির আর এক অভিনেতা শেহজ়াদ খান, যিনি ভল্লা চরিত্রে ছিলেন, জানিয়েছেন যে আমির এবং সলমনের মধ্যে নানা বিষয়ে সেটের মধ্যেই সমস্যা দেখা দিত। ২০১৯-এ দেওয়া এক সাক্ষাৎকারে সন্তোষী অবশ্য জানিয়েছেন ছবির সেটে দুই নায়িকার মধ্যে ইগোর সমস্যা দেখা দিয়েছিল। তবে এই সমস্ত অসুবিধা কাটিয়ে উঠে ছবিটি মুক্তি পেয়ে মোটামুটি ভালো ব্যবসা করে এবং এখনও পর্যন্ত দেশের সবচেয়ে হাসির ছবিগুলির মধ্যে অন্যতম হয়ে রয়েছে।
ছবির তিন দশক পূর্তিতে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন ছবিটিকে দ্বিতীয়বার বড় পর্দায় রিলিজ় করার। ‘আন্দাজ় অপনা অপনা’র নির্মাতা বিনয় সিংহ ২০২০ সালে প্রয়াত হন। তাঁর তিন ছেলেমেয়ে জানিয়েছেন সেই সময় প্রযোজক হিসেবে তাঁদের বাবা লগ্নি করা অর্থ ফেরত পাননি, অথচ ছবিটি ₹৮.৫০ কোটি ঘরে তুলেছিল। রটিয়ে দেওয়া হয়েছিল ছবিটি ফ্লপ। বর্তমানে ছবিটিকে ডিজিটাল রূপ দেওয়া হয়েছে এবং ছবির শব্দ নিয়ে কাজ চলছে।
২০২৫ সালে ‘আন্দাজ় অপনা অপনা’ দ্বিতীয়বার বড়পর্দায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
ছবি: আইএমডিবি