অসুস্থ সন্দীপ রায়, ফিরলেন কলকাতায়
RBN Web Desk: ‘নয়ন রহস্য’ ছবির শ্যুটিং করতে কয়েকদিন আগে চেন্নাই গিয়েছিলেন পরিচালক সন্দীপ রায়। ‘হত্যাপুরী’র পর সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদা সিরিজ়ের পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’-এর আসার কথা বড়দিনে। এবারও ফেলুদা, তোপসে ও জটায়ুর ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুশ দাস ও অভিজিৎ গুহ।
চেন্নাই পৌঁছনোর পরেই তীব্র কাশি শুরু হয় সন্দীপের। এরপর ভাইরাল জ্বরে আক্রান্ত হন তিনি। ডাক্তারের পরামর্শে তাই কলকাতা ফিরে এসেছেন সন্দীপ। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার উপদেশ দিয়েছেন ডাক্তার।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
‘নয়ন রহস্য’-এর বেশিরভাগ শ্যুটিংই শেষ করে ফেলেছেন সন্দীপ। চেন্নাইয়ে কিছু বহিঃদৃশ্যের কাজ বাকি ছিল।
সুস্থ হলেই আবার দলবল নিয়ে ছবির বাকি কাজ সম্পন্ন করতে চেন্নাই যাবেন সন্দীপ।
সন্দীপ পরিচালিত ফেলুদা সিরিজ়ের নবম ছবি ‘নয়ন রহস্য’।
ছবি: RBN আর্কাইভ