সংলাপ ধরিয়ে দিয়ে বলা হয়, শট নেব: রত্না ঘোষাল
RBN Web Desk: বাংলা ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে সংলাপ ধরিয়ে দিয়ে বলা হয়, ‘মুখস্থ করে নিন, শট নেব,’ এমনটাই জানালেন রত্না ঘোষাল । বর্তমানে তিনটি ধারাবাহিকে—‘কনক কাঁকন’, ‘হৃদয়হরণ বি-এ পাস’ ও ‘কেশব’—গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট এই অভিনেত্রী। এছাড়াও নতুন ধারাবাহিক ‘কলের বৌ’-এ দেখা যাবে তাঁকে।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রত্না জানালেন, ইদানিং সব ধারাবাহিকের গল্প একই ছকে বাঁধা। আগেকার দিনে বিভিন্ন বিষয় নিয়ে কাজ হত, যেমন আশির দশকে জোছন দস্তিদারের পরিচালনায় ‘সেই সময়’ হয়েছিল। পার্ট নিয়ে পরিশ্রম করার জন্য একটা গোটা সপ্তাহ পাওয়া যেত। আজকাল সে সব ভাবাই যায় না। প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলা ধারাবাহিকের গুণগত মানও অনেক পড়ে গেছে, জানালেন তিনি।
হাসপাতালে ভর্তি প্রতুল মুখোপাধ্যায়
প্রায় আড়াইশোর ওপর বাংলা ছবিতে কাজ করা এই অভিনেত্রী ক্ষোভের সঙ্গে জানালেন, সংলাপ মুখস্থ করেই কি শট দেওয়া সম্ভব? অভিনয়টা মোটেই এতটা সোজা নয়। কিন্তু তাঁর মত শিল্পীদের সত্যিই কিছু করার নেই, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন তাঁরা, বললেন রত্না।
বর্তমানে কনীনিকা বন্দোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, ও রূপাঞ্জনা মিত্র্রর কাজ ভালো লাগছে বলে জানালেন রত্না। সোহম চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়ও ভালো। এছাড়া যীশু সেনগুপ্তও খুব ভালো কাজ করছে এখন। সব চরিত্রেই যীশুকে সুন্দর মানিয়ে যায়, জানালেন ‘মৌচাক’-এর চাঁপা।