পরিণত বয়সের দেশনায়ক, আসছে নতুন ট্র্যাক
RBN Web Desk: ‘নেতাজি’ ধারাবাহিকে শুরু হতে চলেছে নতুন ট্র্যাক। পরিণত বয়সের সুভাষচন্দ্র বসুকে এবার দেখা যাবে এই ধারাবাহিকে। এই চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক বসু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিনীত চরিত্রের একটি ছবি পোস্ট করেছেন অভিষেক।
সূত্রের খবর, আর এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে পরিণত বয়সের সুভাষকে নিয়ে নতুন ট্র্যাক। তবে প্রযোজনা সংস্থা এই ট্র্যাক নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না। দেশনায়ক হয়ে ওঠার আগে যে সব ঘটনা সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তাধারাকে প্রভাবিত করেছিল, সেগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সূত্রেই বেশ অনেকগুলো পর্ব নিয়ে ধারাবাহিকটিতে তাঁর শৈশব ও কৈশোরের জীবন দেখানো দরকার ছিল।
আরও পড়ুন: মানুষ জানেন আমি কোনও রাজনীতির মধ্যে থাকি না: শিবপ্রসাদ
তবে পরিণত বয়সের সুভাষচন্দ্রকে দেখতেই মানুষের আগ্রহ বেশি। এই ট্র্যাক শুরু হলে টিআরপি তালিকাতেও তার প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ তালিকার সপ্তম স্থানে ছিল ‘নেতাজি’।
তবে সুভাষচন্দ্রকে সরাসরি স্বাধীনতার যুদ্ধে এখনই ঝাঁপিয়ে পড়তে দেখা যাবে না। তাঁর উচ্চশিক্ষার পর্বটিও বেশ দীর্ঘ। সেই ট্র্যাকই আগে চলবে এই ধারাবাহিকে।