দর্শক নেই, বাণিজ্যিক কমপ্লেক্স হয়ে যেতে পারে রথীন্দ্র
RBN Web Desk: দর্শক নেই, তাই ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সোদপুরের মিনি রথীন্দ্র প্রেক্ষাগৃহের মালিকপক্ষ। ১৯৮৯ সালে তৈরি হওয়া মিনি রথীন্দ্র প্রেক্ষাগৃহটি বন্ধ করে দেওয়া হয় ২৮ জুন। বর্তমান মালিক রণদীপ সিংহ রায় সংবাদমাধ্যমকে জানালেন, ১৯৮৪ সালে তাঁর ঠাকুরদা রথীন্দ্র সিংহ রায় নির্মাণ করেন ১,৪৩৪ আসন সংখ্যা বিশিষ্ট রথীন্দ্র থিয়েটার এবং তার পাঁচ বছর পর তৈরী করেন মিনি রথীন্দ্র হলটি, যার আসন সংখ্যা তুলনামূকভাবে কম। মিনি রথীন্দ্রর পুনঃনির্মাণ চলাকালীন রণদীপ প্রেক্ষাগৃহের আসন সংখ্যা কমিয়ে ৬৫৪ করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যক আসনও ধরে রাখতে পারছেন না তিনি।
রণদীপবাবু জানান, জুনে মাত্র দুটি ছবি দেখানো হয়েছে মিনি রথীন্দ্রতে। একটি রাজ চক্রবর্তীর ‘শেষ থেকে শুরু’ অন্যটি বিরসা দাশগুপ্তর ‘বিবাহ অভিযান’। গড়ে দুটি ছবিরই মাত্র ৩০টি টিকিট বিক্রি হয়েছে ৬৫৪ আসনের এই প্রেক্ষাগৃহে। বছরের শেষে রথীন্দ্রকেও বন্ধ করার পরিকল্পনায় আছেন রণদীপ।
‘প্রতিবার একই কথা শুনতে হয়, বাজেট নেই’
রথীন্দ্রর পরিবর্তে সেখানে একটি বাণিজ্যিক কমপ্লেক্স তৈরী করার কথা ভাবছেন রণদীপ। জানালেন, এই কমপ্লেক্সের নক্সা প্রায় তৈরী। একতলায় ছবি প্রদর্শনের জন্য ১২০ থেকে ১৫০ আসন বিশিষ্ট দুটি হল থাকবে। বাকি তলগুলি অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে, জানালেন তিনি।