শোনা যাবে ‘নিশির ডাক’, এখনই বন্ধ হচ্ছে না সম্প্রচার
RBN Web Desk: এখনই বন্ধ হচ্ছে না ‘নিশির ডাক’। সম্প্রতি প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০ জুলাই থেকে এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে। গত বছর ডিসেম্বর মাস থেকে সম্প্রচার শুরু হয় এই ধারাবাহিকটির। কিন্তু মাস সাতেক যেতে না যেতেই ‘নিশির ডাক’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের দাবী, গত সপ্তাহে ফের বৈঠকে বসে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ। সেখানেই ‘নিশির ডাক’ সম্প্রচার বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। টিআরপি তালিকায় বেশ ভালো জায়গাতেই আছে টুম্পা ঘোষ, সৈরিতি বন্দ্যোপাধ্যায় ও সৌম্য বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি। তাই এখনই এর সম্প্রচার বন্ধ হচ্ছে না।
বৃদ্ধাবাসে মুখোমুখি অমিত ও লাবণ্য, মুক্তি পেল ছবির ট্রেলার
তবে ‘নিশির ডাক’-এর পরিবর্তে অন্য কোনও পুরোনো ধারাবাহিক বন্ধ করে দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা আর কিছুদিনের মধ্যেই। সেগুলোকে জায়গা করে দিতেই কোপ পড়তে পারে অন্য কোনও ধারাবাহিকে।