শহরের রাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী
RBN Web Desk: কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাবে হেনস্থার শিকার হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিযোগ, গন্তব্যের বিপরীত দিকে নিয়ে গিয়ে তাঁকে জোর করে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেন ক্যাব চালক। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেছেন স্বস্তিকা। তাঁর বাবাকেও মারধর করা হয়। আজ সকালে এই ঘটনাটি ঘটে ইএম বাইপাসের ওপর পঞ্চান্নগ্রামের কাছে।
স্বস্তিকার দাবী, সকালে তিনি একটি ক্যাব ডাকেন স্টুডিও যাওয়ার জন্য। পিকনিক গার্ডেনে নিজের বাড়ি থেকেই ক্যাবে ওঠেন তিনি। এরপর টালিগঞ্জে স্টুডিওতে পৌঁছোনোর আগেই তাঁকে জোর করে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দিতে উদ্যত হন চালক। স্বস্তিকা প্রতিবাদ করলে সেই চালক গাড়ি ঘুরিয়ে উল্টোপথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্বস্তিকাকে অন্যত্র নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। চালক গাড়ির মধ্যেই তাঁকে শারীরিক হেনস্থা করেন, এমন অভিযোগও করেছেন স্বস্তিকা। গোটা ঘটনার বিবরণ সোশ্যাল মিডিয়ায় লিখে জানান অভিনেত্রী।
বন্ধ হয়ে গেল ইলোরা, তবে হাল ছাড়ছে না মালিকপক্ষ
স্বস্তিকার দাবী, “সকাল ৮.১৫ নাগাদ জামশেদ নামক এক চালকের ক্যাবে উঠি আমি। কিন্তু চালক মাঝপথেই আমাকে নামিয়ে দেওয়ার হুমকি দেন। এরপর আমাকে পিছনের সিট থেকে জোর করে টেনে নামানোর চেষ্টা করেন তিনি।”
‘দুগ্গা দু্গ্গা’ ও ‘ভজগোবিন্দ’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা।