কাশ্মীরের বরফ ঢাকা পাহাড়ে বাংলা গানের শ্যুট
RBN Web Desk: প্রকাশ্যে এল নতুন বাংলা রোমান্টিক গান ‘তুমি কেমন করে’র প্রথম লুক। গানটি গেয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী, আভরাল সাহির ও দিলশাদ নাহার কনা। কাশ্মীরের বরফ ঢাকা পাহাড়ের মাঝে এই গানের ভিডিও শ্যুট করা হয়েছে। ভিডিওটিতে অভিনয় করেছেন স্যান্ডি রং ও দিশা।
ভিডিওটি পরিচালনা করেছেন ঋষি রায়চৌধুরী। এটি মূলত দুই বাংলার যৌথ কাজ। ঋষির কথায়, “আভরাল ও দিলশাদের গানে এপার বাংলার অভিনেতারা অভিনয় করেছেন। আভরাল বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী। আশা রাখছি আমাদের এই নতুন কাজ দর্শকদের পছন্দ হবে।”
আরও পড়ুন: রহমতের বেশে মিঠুন, প্রকাশ্যে লুক
গানটির সঙ্গীত পরিচালনা করেছেন লিনকন। পরিচালনার পাশাপাশি গানটির কোরিওগ্রাফিও করেছেন ঋষি। “ঋষির সঙ্গে এটি আমার প্রথম কাজ। এর আগে লিনকনের সঙ্গে বেশ কয়েকবার কাজ করেছি। এই গানটির সুরও অনবদ্য। আশা করছি সকলের মিলিত প্রচেষ্টায় কাজটি সফল হবে,” বললেন আভরাল।
খুব শীঘ্রই মুক্তি পাবে ‘তুমি কেমন করে’র ভিডিও।