উত্তমকুমারই সবথেকে বেশি গ্রহণযোগ্য, মনে করেন রঞ্জিৎ মল্লিক
RBN Web Desk: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সী চরিত্রে উত্তমকুমারই সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিৎ মল্লিক। শরদিন্দুর ‘চিড়িয়াখানা’ কাহিনি অবলম্বনে ১৯৬৭ সালে একই নামের ছবি পরিচালনা করেন সত্যজিৎ রায়। সেই প্রথমবার ব্যোমকেশ বড়পর্দায় আসে। ছবিতে ব্যোমকেশের বন্ধু অজিতের চরিত্রে ছিলেন শৈলেন মুখোপাধ্যায়।
উত্তমকুমারের পর শ্যামল ঘোষাল, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা বড়পর্দায় ব্যোমকেশ হয়েছেন। ব্যোমকেশকে নিয়ে তৈরি হয়েছে টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজ়ও। কিছুদিনের মধ্যেই আসছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ যেখানে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন দেব।
আরও পড়ুন: বাদ পড়লেন তৃণা
সম্প্রতি এক সাক্ষাৎকারে রঞ্জিৎ জানিয়েছেন, প্রতিটি অভিনেতাই তাঁর নিজের মতো করে চরিত্রটিকে ফুটিয়ে তুলবেন। তবে সেরা থেকে যাবেন উত্তমকুমারই।