শিল্পী হওয়ার দৌড়ে গৌণ প্রতিভা, দেখাবে ‘টিকিল্যান্ড’
RBN Web Desk: সোশ্যাল মিডিয়া বর্তমানে অনেকের জীবনেই এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র সময় কাটানো নয়, নিজের মানসিক স্থিতিকেও কেউ-কেউ এর সঙ্গে জড়িয়ে ফেলেন। ফলে অবশ্যম্ভাবীরূপে দেখা দেয় হতাশা ও একাকীত্ব। মাত্র দেড় দশকে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দিয়েছে। কী হবে আরও কয়েক বছর পরে? কতটা পাল্টে যাবে সাধারণ মানুষের জীবন? এই নিয়েই ছবি করতে চলেছেন পরিচালক অভিষেক চৌধুরী। ছবির নাম ‘টিকিল্যান্ড’। অভিনয়ে রয়েছেন দেবতনু, শুভস্মিতা ও ঋ সেন।
ফিউচারিস্টিক ফ্যান্টাসি স্যাটায়ারধর্মী ছবি ‘টিকিল্যান্ড’। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির মিলিত প্রভাবে ফোমো ভাইরাসে আক্রান্ত থিয়েটারশিল্পী সপ্তক ও টিকিস্টারদের বিরোধকে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। ছবির কেন্দ্রে রয়েছে ফোমো (FOMO) বা ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ একা হয়ে যাওয়ার ভয়।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
“ছবির মূল ভাবনাটা আমার ছিল, সেটার ওপর নির্ভর করে দেবতনু এটার চিত্রনাট্য লিখেছে,” রেডিওবাংলানেট-কে জানালেন অভিষেক। “আজকাল সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ারের সংখ্যা দিয়ে একজন শিল্পীর ট্যালেন্টকে বিচার করা হয়। শিল্পী হওয়ার দৌড়ে প্রতিভা গৌণ। সবটাই নির্ধারণ করে দেবে সোশ্যাল মিডিয়া। এখনই যদি এই অবস্থা হয় তবে আরও দশ বছর পরে কী হবে?”
আরও এক দশক পর কেমন হবে মানুষের পোশাক, কী ধরনের ফোন ব্যবহার করবে সবাই, তাদের আচার ব্যবহারই বা কেমন হবে, এ সবই দেখানো হবে ছবিতে ।
“ঘুম থেকে উঠে আমরা বেঁচে আছি কিনা সেটা বোঝার আগেই আমাদের হাত চলে যায় ফোনের দিকে,” বললেন অভিষেক। ভবিষ্যতের পৃথিবীতে মানুষ আদৌ নিজেদের মধ্যে কথা বলবে নাকি সবটাই ফোনের মাধ্যমে হবে, এগুলো নিয়ে একটা কল্পনার জগৎ তৈরি করেছেন অভিষেকরা।
ছবির এহেন নামকরণ কেন? “ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, যার মধ্যে বেশ কিছু ব্যানও করা হয়েছে। এই সমস্ত অ্যাপের ফিচারকে কাজে লাগিয়ে সকলেই নিজেদের শিল্পী প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। এভাবে বেশ কিছু অযোগ্য শিল্পী সামনে উঠে আসছে, পিছনে পড়ে থাকছে প্রকৃত শিল্পীরা। টিকিল্যান্ড সেরকমই কাল্পনিক একটা অ্যাপ,” জানালেন পরিচালক।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
“আমি সপ্তকের চরিত্রে অভিনয় করছি। ‘টিকিল্যান্ড’-এর চিত্রনাট্যের সঙ্গে আমার প্রায় দু’বছরের লড়াই জড়িয়ে আছে। তাই স্বাভাবিকভাবেই খুব এক্সাইটেড লাগছে। ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী,” জানালেন দেবতনু।
এর আগে ‘মনের মানুষ’ মিউজ়িক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন দেবতনু ও শুভস্মিতা। এই ছবিতেও দেবতনুর সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। “আমার চরিত্রের নাম অদিতি। খুবই অন্যরকমের একটা প্রজেক্ট এই ছবিটা। এই চরিত্রটা খুব এনজয় করছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে,” বললেন শুভস্মিতা।
ছবির শুটিং শুরু হয়েছে। ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘টিকিল্যান্ড’।