চ্যাপলিনকন্যা জোসেফিন প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ১৩ জুলাই প্যারিসে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী জোসেফিন।
জোসেফিনের জন্ম ১৯৪৯ সালের ২৮ মার্চ। তিনি ছিলেন চ্যাপলিনের তৃতীয় সন্তান। বাবার মতো অভিনয়কেই পেশা হিসেবে নিয়েছিলেন জোসেফিন। ছোটবেলা থেকেই অভিনয় করতেন। শিশুশিল্পী হিসেবে চ্যাপলিনের ‘লাইমলাইট’ ছবিতেও কাজ করেছেন তিনি। বড় হয়ে পাওলো পাসোলিনির বিখ্যাত ছবি ‘দ্য ক্যান্টারবারি টেলস’-এও অভিনয় করেছিলেন জোসেফিন। লরেন্স হার্ভের সঙ্গে মেনাহেম গোলানের ছবি ‘এস্কেপ টু দ্য সান’ ছবিতে কাজ করেছিলেন।
আরও পড়ুন: ফেলু-ব্যোমকেশের পর এবার কি হোমসের ছড়াছড়ি?
১৯৮৪ সালে ‘দ্য ব্যাড বয়’ ছবিতে অভিনয় করেছিলেন জোসেফিন। তার চার বছর, ১৯৮৮ সালের টিভি সিরিজ় ‘হেমিংওয়ে’তে শেষবার কাজ করেছিলেন তিনি।
ছবি: জ়ি নিউজ়