মুক্তি পেতে চলেছে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, চারদিনের মধ্যে দেখার অনুরোধ প্রদীপ্তর
কলকাতা: মুক্তি পেতে চলেছে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। এর আগে আজ মুক্তির কথা থাকলেও বুধবার সন্ধ্যায় জানা যায় যে শহরের কোনও প্রেক্ষাগৃহে স্থান পায়নি প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এই ছবি। সোদপুর, উদয়নারায়ণপুর, বারুইপুর, কোচবিহার এবং শিলিগুড়ির প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, কলকাতায় দেখা যাবে না ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, এমনটাই জানান পরিচালক। এর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। প্রদীপ্তকে থিয়েটার হল ভাড়া করে প্রোজেক্টর চালিয়ে ছবিটি দেখানোর পরামর্শ দেন অনেকেই।
গতকাল বিকেলে প্রদীপ্ত জানান যে ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে তাঁর ছবি। তবে সংকটের মেঘ পুরোপুরি কাটেনি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র ওপর থেকে। ছবি মুক্তিতে রাজি হলেও কলকাতার অন্যতম প্রধান একটি মাল্টিপ্লেক্সের কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন, মুক্তির পর প্রথম চারদিনের মধ্যে তাঁদের প্রত্যেকটি প্রেক্ষাগৃহে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র প্রতিটি শো-তে ৫০ শতাংশের বেশি ভিড় না হলে পাঁচদিনের মধ্যেই তুলে নেওয়া হবে ছবিটি।
একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের ছবি মুক্তি এত শর্তের সম্মুখীন কেন? এর উত্তরে প্রদীপ্ত সংবাদমাধ্যমকে জানান, “প্রেক্ষাগৃহে অর্ধেকের বেশি দর্শক না এলে পুজোর সপ্তাহে ছবি উঠে যাবে কারণ ওই সময় একটি বড় বাজেটের হিন্দি ছবি আসছে। এছাড়াও বেশ কয়েকটি বাংলা ছবির মুক্তি আগে থেকেই ঠিক করা আছে। প্রেক্ষাগৃহ কতৃপক্ষের তরফ থেকে আমাকে এটাই জানানো হয়েছে।”
আরও পড়ুন: নিঃস্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার, অর্থ সংগ্রহে শুভানুধ্যায়ীরা
২ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘মিতিন মাসি’, ‘গুমনামী’, ‘পাসওয়ার্ড’ ও ‘ব্যোমকেশ বক্সী’। ওয়াকিবহাল মহলের ধারণা, ধারে ও ভারে প্রত্যেকটি ছবিই ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র থেকে অনেকটাই এগিয়ে। চারটি ছবির প্রযোজকরাই আর্থিকভাবে ক্ষমতাবান। সেই জন্যই এরকম শর্ত দেওয়া হয়েছে প্রদীপ্তকে।
এমতাবস্থায় প্রদীপ্তর অনুরোধ, “যাঁরা ছবিটা দেখতে চান তাঁরা প্রথম চারদিনের মধ্যেই দেখে নিন। আপনারাই ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র একমাত্র ভরসা।” একদিনের ব্যবধানেই পরিস্থিতির যে পরিবর্তন ঘটেছে তার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
১৯১৭ সালে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘শ্রীকান্ত’র প্রথম পর্ব অবলম্বনে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ পরিচালনা করেছেন প্রদীপ্ত। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, জ্যোতিকা জ্যোতি, রাহুল বন্দ্যোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ।