কল্পনার জালে জড়িয়ে বাস্তবের গল্পে ‘ঊর্মিমালা’
RBN Web Desk: যে কোনও শিল্পীই নিজের তৈরি এক কল্পনার জগতে বাসা বুনতে থাকেন। একজন লেখকের কলম ভাসতে থাকে তার কল্পনার ডানায় ভর করে। কখনও বা শয়নে স্বপনে জাগরণে নিজের কল্পনায় আঁকা চরিত্রগুলোকে সে চোখের সামনে দেখতে পায়। তাদের সঙ্গে কথা বলে, হাসে, কাঁদে এই লেখক। হঠাৎই একদিন মধ্যরাতে তার ঘরে উপস্থিত হয় এক সুন্দরী। নিজের পরিচয় দিয়ে ধীরে-ধীরে লেখকের কাছে এগিয়ে আসেন সেই মহিলা। কে তিনি? মধ্যরাতে চুপিসারে তার উপস্থিতির কারণই বা কী?
আবারও এক রহস্যময় স্বল্পদৈর্ঘ্যের ছবি নিয়ে হাজির হলেন পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন ছবির নাম ‘ঊর্মিমালা’। এর আগে ইন্দ্রনীল পরিচালিত ভৌতিক মিনি সিরিজ় ‘ফোর শেডস অফ লিপ’ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে আলোচিত হয়েছিল।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
‘ঊর্মিমালা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ পাঠক, পিয়ালী ধর, সোমা মুখোপাধ্যায়, সত্যচরণ সর্দার এবং গোকুল মল্লিক। ছবির গল্প লিখেছেন কেষ্ট মন্ডল। এ ছবির চলচ্চিত্রগ্রহণ করেছেন তুহিন দাশগুপ্ত।
‘ঊর্মিমালা’ মুক্তি প্রসঙ্গে ইন্দ্রনীল জানালেন যে ওয়েব (ওটিটি) মাধ্যমেই মুক্তি পাবে এই ছবি। তবে তার আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ‘ঊর্মিমালা’কে পাঠানো হবে ।