কপ ইউনিভার্সে রঞ্জিৎ মল্লিক?
RBN Web Desk: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কপ ইউনিভার্সে অদূর ভবিষ্যতে যোগ দিতে পারেন জনপ্রিয় পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল ওরফে রঞ্জিৎ মল্লিক। দেবীপক্ষে মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিতের কপ ইউনিভার্সের ছবি ‘দশম অবতার’। ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান ও যিশু সেনগুপ্ত। সৃজিতের ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র দুই পুলিশ চরিত্র প্রবীর রায়চৌধুরী এবং বিজয় পোদ্দারকে নিয়েই বোনা হয়েছে ‘দশম অবতার’-এর কাহিনি।
এই দুই পুলিশ চরিত্রকে নিয়ে তৈরি তাঁর নিজস্ব কপ ইউনিভার্সে আরও দুটি ছবি করবেন সৃজিত। বাংলা ছবিতে অন্যতম জনপ্রিয় পুলিশ চরিত্র ছিল শুভঙ্কর সান্যাল। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’। এই ছবিতে শুভঙ্করের ভূমিকায় ছিলেন রঞ্জিৎ। সেই সময় ছবিটি বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করে। একইসঙ্গে প্রবল জনপ্রিয়তা পায় শুভঙ্কর চরিত্রটিও। আজ পর্যন্ত এই ছবির সংলাপের ক্যাসেট বাংলায় সর্বাধিক বিক্রীত ক্যাসেটের মধ্যে অন্যতম।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
সৃজিত এবং প্রসেনজিৎ দুজনেই মনে করেন বাংলায় কপ ইউনিভার্স হলে সেখানে শুভঙ্করের উপস্থিতি অবশ্য প্রয়োজনীয়। আগামী কোনও ছবিতে রঞ্জিতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সৃজিত। আশা করা যায় শীঘ্রই শুভঙ্কর সান্যালের সাদামাঠা প্রশাসক রূপের সঙ্গে পাল্লা দিতে দেখা যাবে স্টাইলিশ ইন্সপেক্টর প্রবীর রায়চৌধুরীকে।