অজয় ‘সিংহম’ দেবগণের শুভেচ্ছা
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতারকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণ। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে সৃজিতের কপ ইউনিভার্সের ছবি ‘দশম অবতার’। ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান ও যিশু সেনগুপ্ত। সৃজিতের ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র দুই পুলিশ চরিত্র প্রবীর রায়চৌধুরী এবং বিজয় পোদ্দারকে নিয়েই বোনা হয়েছে ‘দশম অবতার’-এর কাহিনি।
আজ এক্স প্ল্যাটফর্মে ‘দশম অবতার’-এর পোস্টার শেয়ার করে ‘শুভ মহালয়া’ লেখেন অজয়।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
উল্লেখ্য রোহিত শেট্টী পরিচালিত ‘সিংহম’ কপ ইউনিভার্স সিরিজ়ের নাম ভূমিকায় অভিনয় করেন অজয়। এছাড়া রোহিত পরিচালিত ‘সিম্বা’ ছবিতেও অজয় অভিনীত বাজিরাও সিংহম চরিত্রটির একটি ক্যামিও রয়েছে।