অনিল কাপুরের সঙ্গে হিন্দি ছবিতে শাশ্বত
RBN Web Desk: অনিল কাপুরের সঙ্গে একটি হিন্দি ছবিতে কাজ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আজ, জন্মদিনে, এ কথা নিজেই জানালেন শাশ্বত। তবে স্বাভাবিক কারণেই ছবির ব্যাপারে কোনও তথ্য জানাননি তিনি।
বর্তমানে বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করছেন শাশ্বত। সম্প্রতি অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘দোবারা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাপসী পন্নু ও রাহুল ভট্ট। এছাড়া রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবিতেও রয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে রজনীশ ঘাই পরিচালিত ‘ধাকড়’। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন কঙ্গনা রানাওয়ত। রয়েছেন অর্জুন রামপাল ও শারিব হাসমিও।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
শাশ্বত অভিনীত বাংলা ছবির মধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অনুসন্ধান’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘স্বস্তিক সংকেত’, ‘৮/১২’-এর মতো ছবি। এছাড়া শবর সিরিজ়ের চতুর্থ ছবি ‘তীরন্দাজ শবর’ও মুক্তি পেতে চলেছ শীঘ্রই।