জুটি বাঁধছেন দর্শনা-বনি
RBN Web Desk: মানুষের জীবনে বন্ধু বারবার বদলে যায়। শিক্ষাক্ষেত্রের বিভিন্ন বদল এবং কর্মক্ষেত্রে বন্ধুবৃত্তে প্রতিবার নতুন মানুষ আসে সবার জীবনে। তবু পুরোনো বন্ধুদের কি ভুলে যাওয়া সহজ? পুনর্মিলনে খুশি হয় সকলেই। সেই পুনর্মিলনের কাহিনি নিয়েই আসছে সায়ন বসু চৌধুরীর ছবি ‘আড়াই চাল’। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন দর্শনা বণিক ও বনি সেনগুপ্ত। দর্শনা ও বনির চরিত্রের নাম প্রিয়াঙ্কা ও বোধিসত্ত্ব।
‘আড়াই চাল’ বন্ধুত্বের গল্প বলে। বর্তমান সময়ে প্রিয়াঙ্কা-বোধিসত্ত্বর বন্ধুত্ব এবং ছয় বছর আগে তাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই ছবি। বোধিসত্ত্ব ও প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকীতে আমন্ত্রিত হয় তাদের পুরোনো বন্ধুরা। ছ’বছর পরে পুনর্মিলন ঘটছে তাদের। সেই রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই এই ছবি।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
বনি ও দর্শনা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋষি রাজকে। এছাড়া এই ছবিতে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য ও আনন্দ চৌধুরী।
সায়ন জানালেন, “ছবির প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট। ছবিতে কয়েকটি সুন্দর গান রয়েছে। আশা করি এই নতুন জুটি দর্শকের ভালোবাসা পাবে।”
শীঘ্রই কলকাতায় শুরু হবে ‘আড়াই চাল’-এর শ্যুটিং।