বিবাহ বিভ্রাটে জেরবার, সমাধানে ‘দুয়ারে বৌমা’

RBN Web Desk: তাঁর একমাত্র ছেলের বিয়ে দিতে নাছোড়বান্দা আরতি স্যানাল। সদ্য পিতৃহারা সাগ্নিক পড়েছে মহাবিপদে। সে নিকিকে ভালোবাসে। কিন্তু আরতি দেবীর সমস্যা দুটো। প্রথমত, নিকি বিদেশি এবং দ্বিতীয়ত, নিকি সাগ্নিকের সঙ্গে লিভ-ইন করতে চায়। উত্তর কলকাতার সান্যালবাড়ির ছেলে প্রেম করবে, আবার বিয়ে না করেই বিদেশী মেয়ের সঙ্গে যাপন করবে, এমনটা ভাবা আরতিদেবীর কাছে দুঃস্বপ্নই বটে।

ওদিকে নাজেহাল বন্ধু সাগ্নিককে বাঁচাতে মাঠে নামে অরিত্র। আসল গল্পের শুরু এখান থেকেই। বান্ধবী অ্যাঞ্জেলিনাকে বন্ধুর বিপদে দূত হিসেবে সাগ্নিকের বাড়ি পাঠায় অরিত্র। অ্যাঞ্জেলিনাকে নিকি ভেবে বসেন আরতিদেবী। সান্যালবাড়ির বউ হিসাবে প্রথমদিকে আপত্তি থাকলেও পরে ‘নিকি’রূপী শ্যামবর্ণা অ্যাঞ্জেলিনাকে বউ করতে উঠে পড়ে লাগেন তিনি। সাগ্নিক বহু চেষ্টা করেও বোঝাতে পারে না যে সে অ্যাঞ্জেলিনা, নিকি নয়। বন্ধু অরিত্রর কাছে সবটা খুলে বলার পরও সে ‘মীরজাফর’ তকমা পায়। বিবাহ বিভ্রাটে জেরবার হয়ে যায় সাগ্নিক।



এরকমই এক ঘটনাবহুল, মজার সিরিজ় ‘দুয়ারে বৌমা’ নিয়ে আসছেন পরিচালক সঞ্জয় ভট্টাচার্য।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত , সৌরভ পালোধী ও তান‌ইয়ারাজযা কুনগুমা। অন্যান্য চরিত্রে রয়েছেন সুচন্দ্রা চৌধুরী, বৃষ্টি রায় ও পার্থ মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক সাহা।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজ়টির ট্রেলার। উরিবাবা প্ল্যাটফর্মে দেখা যাবে ‘দুয়ারে বৌমা’।

 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *