নাম বদলে ফেললেন ‘বাহামণি’
RBN Web Desk: নিজের নাম পরিবর্তন করলেন রণিতা দাস। ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ‘বাহামণি’র চরিত্রে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পান তিনি। সেই রণিতা এবার নিজের নাম বদলে হলেন রানিইতা দাশ। ২২ জুলাই সম্পন্ন হয় তাঁর নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া।
ব্যক্তিগত ইচ্ছা বা জ্যোতিষশাস্ত্রের কারণে নাম বদলানো নতুন নয়। কিন্তু রণিতার ক্ষেত্রে নাম পরিবর্তনের কারণটা কি? উত্তরে রণিতা সংবাদমাধ্যমকে জানালেন যে শীঘ্রই তাঁকে নতুন এক ভূমিকায় দর্শক দেখতে পাবেন। এরকম কাজ তিনি এর আগে কখনও করেননি। তাই নতুন রূপের পাশাপাশি নয়া নামে আসতে চলেছেন তিনি। ২০২১-এর জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তাঁর নতুন কাজ নিয়ে বিস্তারিত জানাবেন রণিতা।
আরও পড়ুন: সুস্মিতা, জয়ের নতুন গানে কলেজ প্রেমের গল্প
দীর্ঘদিন ধরে ঘনিষ্ট সম্পর্কে রয়েছেন রণিতা ও সৌপ্তিক চক্রবর্তী। রণিতার পাশাপাশি তিনিও বদলে ফেলেছেন নিজের পদবী। চক্রবর্তী থেকে তিনি এখন সৌপ্তিক সি। ‘জলনূপুর’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সৌপ্তিক। পরে ‘জয় বাবা লোকনাথ’-এর নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।