তিনি কোণঠাসা, ‘দিল বেচারা’ মুক্তির পর বিস্ফোরক রহমান
RBN Web Desk: হিন্দি ছবির সঙ্গীত জগতে তিনি কোণঠাসা, এমনটাই অভিযোগ করলেন সুরকার এ আর রহমান। গতকাল মুক্তি পেয়েছে মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রহমান। সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। সুশান্ত ছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জনা সঙ্ঘি, স্বস্তিকা মুখোপাধ্যায় ও শাস্বত চট্টোপাধ্যায়।
একটি বেসরকারী রেডিও চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে রহমান অভিযোগ করেন যে হিন্দি ছবির জগতে একটি গ্যাং তাঁর বিরুদ্ধে সক্রিয়। এই গোষ্ঠীটি তাঁর বিরুদ্ধে নানা গুজব ছড়ায়। মুকেশ যখন তাঁর কাছে ‘দিল বেচারা’র প্রস্তাব নিয়ে আসে, তখনই সেই ধারণা তাঁর কাছে আরও পরিষ্কার হয়। সেই প্রস্তাবে রাজি হয়ে তিনি ছবির জন্য চারটি গান তৈরি করে দেন। তখনই মুকেশ তাঁকে জানান যে অনেকেই রহমানকে না নেওয়ার সুপারিশ করেছেন। এমনকী অনেকেই মুকেশকে তাঁর কাছে কাছে না আসার পরামর্শ দিয়েছিলেন। রহমানকে মুকেশ জনান যে বহু লোক তাঁর বিরুদ্ধে তাঁকে একাধিক গল্প শুনিয়েছেন। এই ঘটনা থেকেই ভারতের একমাত্র অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী সুরকার আরও ভালোভাবে বুঝতে পারেন কেন কোনও হিন্দি ছবির সঙ্গীত পরিচালনার প্রস্তাব তাঁর কাছে আসে না।।
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
প্রায় এক যুগ ধরে একের পর হিট গানের সুরসৃষ্টি করেছেন রহমান। ২০০৯ সালে ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির জন্য সেরা সুরকারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান তিনি। এছাড়া ওই একই ছবির জন্য সেই বছর গ্র্যামি ও গোল্ডেন গ্লোব পুরস্কারও জেতেন তিনি।