স্বাস্থ্য বীমা সংক্রান্ত জটিলতা, শুরু হচ্ছে না শুটিং

RBN Web Desk: আগামীকাল থেকে টালিগঞ্জে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কলাকুশলীদের একাংশের আপত্তিতে তা এখনই করা সম্ভবপর হচ্ছে না। আজ ফেডারেশন অফ সিনে আর্টিস্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য বীমা করাবার যে কথা হয়েছিল, তার কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তাই যতক্ষণ না চ্যানেল ও প্রযোজকের তরফে লিখিত নির্দেশিকা পাওয়া যাচ্ছে, ততদিন শুটিং স্থগিত রাখার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। 

আনলক-১ শুরু হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের সঙ্গে সরকারের আলোচনার ভিত্তিতে শর্তসাপেক্ষে শুটিং শুরু করার কথা বলা হয়। তার মধ্যে অন্যতম শর্ত ছিল শুটিং ফ্লোরে উপস্থিত সমস্ত শিল্পী ও কলাকুশলীদের জন্য প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষকে স্বাস্থ্য বীমার ব্যবস্থা করতে হবে। তবে গতকাল আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ১০ জুন শুটিং শুরু নিয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের (চ্যানেল ও প্রযোজক) স্বাক্ষর সহ কোনও নির্দেশিকা এখনও তাঁদের কাছে এসে পৌঁছয়নি। এমতাবস্থায় আর্টিস্টস ফোরাম শুটিংয়ের কোনও দায়িত্ব নিতে অপারগ।

আরও পড়ুন: গল্প চুরির অভিযোগ ওড়ালেন জুহি

ফোরামের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে  শিল্পী ও কলাকুশলীরা শুটিং শুরু করবেন কিনা সে ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিন, অন্যথায় স্বাক্ষরসমেত নির্দেশিকার জন্য অপেক্ষা করুন। এই বার্তায় চরম হতাশ হন শিল্পী ও কলাকুশলীরা।

এই অবস্থায় আজ সিদ্ধান্ত নেওয়া হয় যে স্বাস্থ্য বীমা সংক্রান্ত লিখিত নির্দেশিকা না আসা পর্যন্ত শুটিং করবেন না শিল্পীরা। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *