রজনীকান্ত স্মরণে ঋদ্ধির ‘আশ্রয়’
RBN Web Desk: দুই বাংলার শিল্পীদের মিলিত প্রয়াসে কবি রজনীকান্ত সেনের জন্মদিবস পালন করতে চলেছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ঋদ্ধির উদ্যোগে মুক্তি পাবে রজনীকান্তের ‘তুমি নির্মল কর, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে’ গানের মিউজ়িক ভিডিও ‘আশ্রয়’। গানের পাশাপাশি নৃত্য এবং পাঠও থাকেছে এই ভিডিওতে।
১৮৬৫ সালে অধুনা বাংলাদেশের পাবনা জেলায় জন্ম হয় রজনীকান্তের। ভক্তিমূলক গানের পাশাপাশি রজনীকান্তের লেখা ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই’-এর মতো দেশাত্মবোধক গান সেইসময় বহু মানুষকে স্বাধীনতা আন্দোলনে যোগদানের অনুপ্রেরণা দিয়েছিল।
আরও পড়ুন: নয়া মাইলস্টোনের মুখে ‘রাসমণি’, এবার শিবানন্দ-গদাধরের দ্বন্দ্ব
বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে সকলেই ভীত সন্ত্রস্ত। এরকম কোনও যুদ্ধকালীন পরিস্থিতিতে অসহায় মানুষের সর্বাগ্রে আশ্রয়ের খোঁজ। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন গানের আশ্রয়ে এক হওয়ার উদ্যোগ। “এই অতিমারির সময় সবাই একটু ভালো থাকতে চাই। গানের কথার হাত ধরে, শান্তির আশ্রয় চাইছি। মানসিক দিক থেকে মনের হল ধরার চেষ্টা করছি মাত্র,” সংবাদমাধ্যমকে জানালেন ঋদ্ধি।
এই মিউজ়িক ভিডিওতে ঋদ্ধির সঙ্গে গলা মিলিয়েছেন প্রবুদ্ধ রাহা ও বাংলাদেশের শিল্পী লিলি ইসলাম। এছাড়াও কন্ঠ দিয়েছেন অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই, নির্ঝর চৌধুরী ও চিরন্তন বন্দ্যোপাধ্যায়। পাঠে রয়েছেন মৌণিতা চট্টোপাধ্যায় ও শুভদীপ চক্রবর্তী। নৃত্যে রয়েছেন অভিরূপ সেনগুপ্ত।