‘প্রেমে পড়া বারণ’-এর পর রণজয়ের ঘরে ফেরার গান
কলকাতা: লগ্নজিতা চক্রবর্তীর গলায় শিলাদিত্য মৌলিকের ‘সোয়েটার’ ছবিতে ‘প্রেমে পড়া বারণ’ শোনা সত্বেও গানটির প্রতি শ্রোতাদের প্রেমে পড়া আটকানো যায়নি। প্রবল জনপ্রিয় সেই গানের সুরকার রণজয় ভট্টাচার্যকে আবার পাওয়া গেল ‘ফিরবি চল’-এ। পুজো উপলক্ষে আজ প্রকাশিত হলো রণজয়ের নতুন গান। ‘ফিরবি চল’-এর কথা ও সুর তাঁরই দেওয়া। গানটির মিউজি়ক ভিডিও পরিচালনা করেছেন শিলাদিত্য।
“প্রবাসী বাঙালিদের ঘরে ফেরার টানের কথা মাথায় রেখেই এই গানটা তৈরি করেছি আমি,” জানালেন রণজয়।
শিলাদিত্যর পরের ছবি ‘হৃৎপিণ্ড’-এরও সঙ্গীত পরিচালনা করছেন রণজয়। হৃদয় ও মস্তিষ্কের টানাপোড়েনের এই গল্পে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: পুজোয় রবীন্দ্র সদনে বাংলা ছবি, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
কিরকম গান থাকবে ‘হৃৎপিণ্ড’তে?
“যেহেতু এই ছবিটার বক্তব্য বেশ গভীর তাই গানগুলোও একটা আলাদা আবেগপ্রবণতা দাবী করে। ছবিতে চারটে গান থাকবে, তার মধ্যে একটা একটু হালকা হবে”, রেডিওবাংলানেট-কে জানালেন রণজয়।
ছবির একটি গান লিখেছেন তমোঘ্ন চট্টোপাধ্যায়। বাকি তিনটি রণজয়ের লেখা। “আমি নিজে একটা গান গাইব। এছাড়া অন্য গানগুলো গাইবে রিয়ালিটি শো থেকে উঠে আসা কিছু নতুন মুখ,” জানালেন রণজয়। ছবিতে সুর করার ব্যাপারে মূল যন্ত্রসঙ্গীতের ওপর বেশী জোর দেন বলে জানালেন তিনি। তাঁর মতে, “ছবিতে কি ধরণের ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হবে সেটা গানের ওপর নির্ভর করে। তবে আমি গানের ক্ষেত্রে আসল যন্ত্র যেমন বাঁশি বা সরোদ ব্যবহার করতে ভালোবাসি।”