সুজয়ের অভিনব উদ্যোগ, ৩৩ শিল্পীর সমন্বয়ে ‘ভারততীর্থ’

RBN Web Desk: করোনা ভাইরাসের আতঙ্ক থেকে বাঁচতে তালা পড়েছে স্কুল, কলেজ, অফিসের দরজায়। এমনকি দোকান, বাজারহাটও করতে হচ্ছে নিয়ম মেনে সাবধানতায়। বন্ধ সমস্ত কলকারখানা, যানবাহন। আপাতত ২১ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে লকডাউন। তারপরেও বর্তমান অবস্থার কবে অবসান হবে তা এখনই বলা যাচ্ছে না।

এরই মাঝে এসে পড়ল পঁচিশে বৈশাখ। এবার বাঙালি প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিবস। সাধারণত এই দিনে কলাকুশলীরা একত্রিত হয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তবে এবারের পরিস্থিতি বদলে দিয়েছে সব হিসেবনিকেশ। করোনার থাবা এড়াতে সবাই এখন ঘরবন্দী।

আরও পড়ুন: জন্মশতবর্ষে সত্যজিৎকে শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পেল ‘আমি ও অপু’র টিজ়ার

এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপনের এক অভিনব আয়োজন করেছেন আন্তঃসাংস্কৃতিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর উদ্যোগে ৩৩ জন শিল্পী গাইবেন রবীন্দ্রনাথের ‘ভারততীর্থ’। অংশগ্রহণকারী শিল্পীরা সবাই ভারতীয় নন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের মানুষরা মিলে এই গান গাইবেন। এই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে ‘ভারততীর্থ’ বিশ্বজোড়া মানুষের মধ্যে সাম্যের বন্ধন রচনা করতে পারে বলে মনে করেন সুজয়। একটি ভিডিওতে এঁদের একসঙ্গে গানটি গাইতে দেখা যাবে।

সংবাদমাধ্যমকে সুজয় জানালেন, “ভবিষ্যৎ অনিশ্চিত। এই অন্ধকার সময় দূর হোক। কবিতা হয়ে উঠুক প্রার্থনা। তাই এই বিশেষ উদ্যোগ।”

এসপিসি ক্রাফ্টের মাধ্যমে ৮ মে মুক্তি পেতে চলেছে ‘ভারততীর্থ’র এই ভিডিও।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *