‘ফকিরা’ কোনওভাবেই আমার অন্যান্য কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় না: তিমির
কলকাতা: ‘ফকিরা’ কখনওই তাঁর অন্যান্য কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়নি, এমনটাই বললেন কণ্ঠশিল্পী তিমির বিশ্বাস। ২০১২ সালে এই গানের দলটি তৈরি করেন তিমির। ২৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যর ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে অনির্বাণ দাসের সুরে দুটি গান গেয়েছেন তিনি।
সম্প্রতি রেডিওবাংলানেট-কে তিমির জানালেন, “‘বাকিটা ব্যক্তিগত’ দেখার পর থেকেই আমার স্বপ্ন ছিল প্রদীপ্তদা এবং ঋত্বিকদার সঙ্গে কাজ করব। শেষ পর্যন্ত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে সেটা পূরণ হলো। অনির্বাণকে ধন্যবাদ আমাকে এ ধরণের গান গাইতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।”
তিমিরের গান গাওয়া শুরু কলেজ জীবন থেকেই। গানের জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা। তৈরি করেন তাঁর নিজস্ব গানের দল ‘মিউজ়িক স্ট্রিট’। এরপর ২০১০-এ বিরসা দাসগুপ্তের ‘033’ ছবিতে প্রথমবার নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতি পান তিমির। অভিনেতা-পরিচালক হর্ষ ছায়ার হিন্দী ছবি ‘খজুর পে আটকে’তেও বিক্রম ঘোষের সুরে গেয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘কোনও কিছুর জন্য আফসোস করায় বিশ্বাসী নই’
ছবিতে গাওয়ার পাশাপাশি ‘ফকিরা’র বিভিন্ন অনুষ্ঠানেও গাইছেন তিমির। তাঁর দাবী, “ছবিতে গান গাওয়ার জন্য ‘ফকিরা’র কাজে কোনওভাবেই ব্যাঘাত ঘটেনি। ‘ফকিরা’ তৈরীর অনেক আগে থেকেই আমি ছবিতে গান গাইছি। দুটো জায়গায় কাজের মধ্যে কোনওভাবেই সমস্যার সৃষ্টি হয়নি। আমি সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করতে ভালোবাসি। ‘ফকিরা’র গান বা স্টাইল সম্পূর্ণ আলাদা। ওটা আমার অন্য একটা ভালো লাগার জায়গা।”
তবে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র গান তাঁর সঙ্গীত জীবনে একটা আলাদা অধ্যায় তৈরি করেছে বলে মনে করেন তিমির। “দেখো, আমরা ছবির জন্য অনেক গান গাই। সেগুলো ফরমায়েশী গান। কিন্তু বরাবর মনে হতো এমন কিছু গান গাইব যেখানে নিজের অন্তরের চাহিদাটা মিটবে। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র গানদুটি ঠিক সেরকম। এমনকি এই গান শুনে এমনও বহু মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁরা একটা সময় বলেছিলেন আমার মুখদর্শন করবেন না।”
গানের বাইরে গিয়ে ছবি পরিচালনাতেও মন দিয়েছেন তিমির। তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘কিছু দিন’ মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ভবিষ্যতে নিজের গানের দলের ওপর ছবি তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিমির।
ছবি: সবুজ দাস