অজানা জ্বরে আক্রান্ত রামকমলের টিম ‘বিনোদিনী’
RBN Web Desk: ভাইরাল জ্বরে আক্রান্ত রুক্মিণী মৈত্র সহ ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবির বেশ কয়েকজন কলাকুশলী। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি ছবির শুটিং শুরু হয়েছে। রুক্মিণী ছাড়াও এই ছবিতে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বসু ও মীর আফসার আলী।
১১ মার্চ কলকাতায় শুটিং সেরে বাড়ি ফেরার পরেই রুক্মিণী জ্বরে পড়েন। তাপমাত্রা ১০৩ ডিগ্রি ছাড়িয়েও কমছে না। এই অবস্থায় রামকমল খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর ইউনিটের আরও অনেকের একই অবস্থা। পরিচালকের টিম ছাড়াও শিল্প নির্দেশনা বিভাগ এবং রুক্মিণীর নিজস্ব স্টাইলিং টিমের অনেকেই এই অজানা জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ছবির শুটিং বন্ধ রাখতে হয়েছে পরিচালককে।
আরও পড়ুন: সম্পর্ক অস্বীকার জ়িনতের
তবে রামকমল তাঁর পোস্টে রুক্মিণী এবং কলাকুশলীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা যুগিয়েছেন। অসুস্থ শিল্পীদের যোদ্ধা আখ্যা দিয়ে সকলকে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন পরিচালক। সকলেই চিকিৎসকের পরামর্শ মেনে তাড়াতাড়ি কাজে ফিরতে পারবেন বলে আশা করছেন তিনি।