ফিরছে মধুমিতা-অপরাজিতা জুটি
কলকাতা: বড়পর্দায় ফিরছে মধুমিতা সরকার-অপরাজিতা আঢ্য জুটি। ২০২০ সালে মৈনাক ভৌমিকের পরিচালনায় ‘চিনি’ ছবিতে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে অপরাজিতা ও মধুমিতা। করোনা অতিমারীর মাঝেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ছবিটি। সেই জুটি আবারও ফিরিয়ে আনতে চলেছেন মৈনাক। ছবির নাম ‘চিনি ২’। আজকে হয়ে গেল ছবির মহরৎ।
তবে এবার আর মা-মেয়ের চরিত্রে দেখা যাবে না তাঁদের। ‘চিনি ২’-এ এক মধ্যবয়সীর চরিত্রে থাকছেন অপরাজিতা। ছবিতে তাঁর নাম মিষ্টি। অনির্বাণ চক্রবর্তী থাকছেন মিষ্টির স্বামী, শুভর চরিত্রে। এবারও ছবির নামভূমিকায় দেখা যাবে মধুমিতাকে। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌম্য মুখোপাধ্যায়। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘প্রেম টেম’ ছবিতে অভিনয় করেছিলেন সৌম্য।
আরও পড়ুন: ৩৪ বছর পর একসঙ্গে ‘রামায়ণ’ জুটি
ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন মধুরা পালিত।
১৬ মার্চ থেকে শুরু হবে ‘চিনি ২’-এর শুটিং।