আবারও এক ফ্রেমে সৌমিত্র-অপর্ণা, মুক্তি পেল ‘বহমান’-এর ট্রেলার

কলকাতা: নকশাল আন্দোলনের উত্তাল সময়ে বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাদের। অর্ধশতকেরও বেশি সময় পেরিয়ে আবার দেখা হয় মাধুরী ও সেলিমের। পরিস্থিতির চাপে যে ভালোবাসা থেকে গিয়েছিল অসম্পূর্ণ, তাকেই পূর্ণতা দিতে এগিয়ে যায় তারা। তবে এবার বাধা দেয় মাধুরীর ছেলে সুব্রত। তার এবং মায়ের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তির প্রবেশ সে কিছুতেই মেনে নেবে না। এই অবস্থায় মাধুরী পাশে পায় তার পুত্রবধু জয়িতাকে। শাশুড়িকে সাহস জোগায় সে। মাধুরীর সংসারে শুরু হয় সম্পর্কের এক অদ্ভুত টানাপোড়েন।

‘সমাপ্তি’ দিয়ে শুরু। তারপর প্রায় ছয় দশক ধরে একাধিক ছবিতে বক্স অফিস কাঁপিয়েছে এই জুটি। আবারও এক ফ্রেমে উপস্থিত হতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। পরিচালক অনুমিতা দাশগুপ্তর পরবর্তী ছবি ‘বহমান’-এর দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তাঁরা। এছাড়াও রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় (জয়িতা), ব্রাত্য বসু (সুব্রত), সোহাগ সেন ও গৌতম হালদার। গতকাল শহরে মুক্তি পেল এই ছবির ট্রেলার।

“প্রায় তিন দশক আগে প্রথমবার ‘সমাপ্তি’ দেখেছিলাম,” সংবাদমাধ্যমকে জানালেন অনুমিতা। “তখন থেকেই ইচ্ছে ছিল এই জুটিকে নিয়ে কাজ করব। এতদিন পর সেটা সম্ভব হলো। ‘বহমান’ আমার কাছে একটা স্বপ্নপূরণের মতো।”

আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে

তবে ‘বহমান’ শুধুমাত্র একটা অসম্পূর্ণ প্রেমের গল্প নয়। একটা সহজ ন্যারেটিভে একাধিক সম্পর্ক—যেমন মায়ের সঙ্গে ছেলের, শাশুড়ির সঙ্গে বৌমার—এগুলোও তুলে ধরা হয়েছে এই ছবিতে।

“অনুমিতার সঙ্গে আমার বহুদিনের আলাপ,” বললেন সৌমিত্র। “ওর প্রথম ছবিতে (‘জুমেলি’) কাজ করেছিলাম আমি। ‘বহমান’-এ আধুনিক জীবনে জটিল দিকগুলো ও দারুণভাবে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে মা ও ছেলের গল্পটার মাধ্যমে।”

আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে

তবে ‘বহমান’ আসলে বর্তমানে দাঁড়িয়ে অতীতকে ফিরে দেখার একটা প্রয়াস, মনে করেন ব্রাত্য। “অতীত সব সময় সুখের হয় না। মানুষ হিসেবে যে সিদ্ধান্তগুলো আমরা নিই, অনেক সময় সেগুলোই পরবর্তীকালে প্রশ্ন হয়ে ফিরে আসে। আমার মনে হয় ছবিটার সঙ্গে দর্শক খুব সহজেই নিজেদের রিলেট করতে পারবেন,” বললেন তিনি।

“একাধিকবার, বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হয়েছে ‘বহমান’,” জানালেন সোহাগ। “এটাই ভালো লাগছে যে তা সত্বেও অনুমিতা ছবিটা শেষ করতে পেরেছে এবং সেটা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।”

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

ছবিতে সঙ্গীতের দায়িত্বে থাকছেন তন্ময় বোস। “‘বহমান’-এ সঙ্গীত নিয়ে পরীক্ষা-নিরিক্ষার একটা সুযোগ করে দিয়েছে অনুমিতা। যেমন এই ছবির শীর্ষসঙ্গীতে আমি জ্যাজ় ব্যবহার করেছি। এছাড়া লোকগান ও রবীন্দ্রসঙ্গীতও থাকছে এই ছবিতে,” জানালেন তন্ময়।

২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘বহমান’।

ছবি: গার্গী মজুমদার

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *