ডিসেম্বরেই সৌরভের ভূমিকায় আয়ুষ্মান
RBN Web Desk: জল্পনা চলছিল অনেকদিন। শোনা গিয়েছিল হৃতিক রোশন ও রণবীর কপূরের নাম। শেষ পর্যন্ত ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান খুরানা। ছবিটি পরিচালনা করবেন ঐশ্বর্যা রজনীকান্ত। এর আগে মহম্মদ আজ়হারউদ্দিন ও মহেন্দ্র সিংহ ধোনির মতো ক্রিকেটারদের বায়োপিক এসেছে বড়পর্দায়। দুটি ছবিই বক্স অফিসে সফল হয়েছিল।
শোনা যাচ্ছে, সৌরভের দাবিতেই একাধিকবার বদল হয়েছে ছবির চিত্রনাট্য। শেষমেশ তা তাঁর পছন্দ হয়। অক্টোবর থেকেই প্রশিক্ষণ নিতে শুরু করবেন আয়ুষ্মান। সৌরভের মতো তিনিও বাঁহাতে ব্যাট ধরেন। তাই সেদিক থেকে সুবিধাই হবে তাঁর।
আরও পড়ুন: জেন্টস পার্লারের দায়িত্বে মধুরিমা, সঙ্গী খরাজ
ছবির অন্যান্য চরিত্রে কারা থাকবেন, তা এখনও ঠিক হয়নি। তবে ডিসেম্বরেই সৌরভের ভূমিকায় শ্যুটিং শুরু করবেন আয়ুষ্মান।