ডিপফেকের শিকার কুমার শানু
RBN Web Desk: ডিপফেকের শিকার হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)। সম্প্রতি পারিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের বর্ষপূর্তি উপলক্ষে সে দেশে একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছিল। তাতেই নাকি গান গেয়েছিলেন শানু। ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো। পরে জানা যায়, সেটি ভুয়ো।
সাজ মাধ্যমে শানু লিখেছেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য তিনি কখনও গান গাননি। ফেসবুকে যে অডিয়ো ছড়িয়ে পড়েছে তা তাঁর নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে। একদল মানুষ তাঁর সম্মানহানি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শানু।
আরও পড়ুন: ভুয়ো খবর খণ্ডন করলেন নুসরত
তথ্যপ্রযুক্তির চরম অপব্যবহারে ভারত সরকারের কাছে শানুর আবেদন, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রোখার জন্য শীঘ্রই প্রয়োজনী পদক্ষেপ নেওয়া হোক। দয়া করে ভুল তথ্য ছড়াবেন না।”
জানা গেছে, এ বছরের শুরুর দিকে ব্রিসবেনে একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন শানু। সেই অনুষ্ঠানের ভিডিয়োই ডিপফেকের মাধ্যমে ব্যবহার করা হয়েছিল।