ফিরছেন ববি দেওল
RBN Web Desk: ‘অ্যানিমাল’-এর সিক্যুয়েল যে আসবে তা আগেই জানিয়েছিলেন পরিচালক ছবিটির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবির শেষেও তেমনই ইঙ্গিত রেখেছিলন তিনি। মুক্তির পর থেকেই রণবীর কপূর, রশ্মিকা মন্দানা ও ববি দেওল অভিনীত ‘অ্যানিমাল’ নিয়ে আলোচনা হয়েছে সর্বত্র।
সিক্যুয়েলের পরিকল্পনা থাকলেও তাতে ববি অভিনীত আবরার চরিত্রটি রাখার কোনও পরিকল্পনা ছিল না কারণ ‘অ্যানিমাল’-এর শেষে আবরারের মৃত্যু হয়। কিন্তু ববির অভিনয় এত জনপ্রিয় হবে আন্দাজ করতে পারেননি নির্মাতারা। ‘অ্যানিমাল’-এর দৈর্ঘ্য তিন ঘণ্টা ২৪ মিনিট। তার মধ্যে ববির উপস্থিতি ১৫ মিনিটেরও কম। কোনও একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে পর্দায় যে বেশি সময়ের জন্য উপস্থিতির প্রয়োজন পড়ে না, তা আবারও প্রমাণ করেছিলেন ববি দেওল। তাই সিক্যুয়েলে তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন: বড়দিনে নতুন ছবি, জানালেন দেব
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অ্যানিমাল’-এ তিনি অভিনয় করতেই চাননি। প্রথম ক’দিন শ্যুটিং করতে তাঁর খুব বিরক্ত লাগত। বিশেষ করে খুন করতে বা মহিলাদের অপমান করার দৃশ্যগুলি শ্যুট করতে তাঁর মোটেই ভালো লাগত না। পরে ববি নিজেকে বুঝিয়েছিলেন, তিনি একটি চরিত্রে অভিনয় করছেন মাত্র।
ছবি: বলিউড হাঙ্গামা