অভিনেতা ফকির কুমার দাস প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন অভিনেতা ফকির কুমার দাস। গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় ১৫০টি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
উত্তমকুমারের সঙ্গে ১৪টি ছবিতে অভিনয় করেছিলেন ফকিরবাবু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মৌচাক’, ‘জয় জয়ন্তী’, ‘দুই পুরুষ’, ‘কায়াহীনের কাহিনী’, ‘বিকেলে ভোরের ফুল’ ও ‘রাতের রজনীগন্ধা’।
অল্প বয়সেই বাংলা ছবির জগতে পা রেখেছিলেন ফকিরবাবু। কমেডি চরিত্রেই বেশি দেখা গেছে তাঁকে। বাংলা ছবির পাশাপাশি নাটক ও যাত্রাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। নিয়মিত বেতার নাটকও করতেন এক সময়।
আরও পড়ুন: ২৫০ পেরোলো ‘শ্রীময়ী’, আসছে নতুন চরিত্র
বেতার নাটক, যাত্রামঞ্চেও সমানতালে অভিনয় করেছেন। বহু নাটকেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন ফকিরবাবু।
সদ্যপ্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছিলেন ইতিন। এর মধ্যে ‘রাজেশ্বরী’ ও ‘দামাল ছেলে’ উল্লেখযোগ্য।