বাংলাদেশি থ্রিলারে স্বস্তিকা

RBN Web Desk: বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছবির নাম ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ (Alta Banu Kokhono Josna Dekheni)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন হিমু আকরাম (Himu Akram)। আলতাবানুর চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের (Sariful Razz) সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

হিমু সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে স্বস্তিকা ও শরিফুল দুজনেই ছবিতে সই করেছেন। দুই শিল্পীর লুকও চূড়ান্ত হয়ে গেছে। তবে ছবির কাহিনি সম্পর্কে মুখ খুলতে চাননি পরিচালক।

আরও পড়ুন: নজরুল ইসলামের ভূমিকায় কিঞ্জল নন্দ

জানা গেছে মূল দুই চরিত্র আলতাবানু ও প্রেমচাঁদকে ঘিরেই এগোবে ছবির গল্প। প্রেমচাঁদের চরিত্রে থাকবেন শরিফুল। তবে সুজন মিঞা ও মুইনুল হোসেন নামে আরও দুটি চরিত্রে তাঁকে দেখা যাবে।

অষ্টগ্রাম, সৈয়দপুর, রাজেন্দ্রপুর ও পুরনো ঢাকায় হবে ‘আলতাবানু কখনও জোছনা দেখেনি’র শুটিং। আগস্ট থেকেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *