আবারও বাংলা ছবিতে রাহুল বসু
RBN Web Desk: আবারও বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রাহুল বসু (Rahul Bose)। রামকমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী’ ছবিতে অভিনয় করছেন রাহুল, এ কথা সকলেরই জানা। এ ছবির নামভূমিকায় রয়েছেন রুক্মিণী মৈত্র। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
এছাড়া আরও একটি বাংলা ছবিতে কাজ করতে চলেছেন রাহুল। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ছেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সঙ্গে একটি ছবিতে থাকছেন তিনি। তবে ছবির নাকরণও এখনও করা হয়নি।
আরও পড়ুন: ওয়েব সিরিজ়ে রবিনসন স্ট্রিট কাণ্ড, কেন্দ্রীয় চরিত্রে লোকনাথ
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অনুরণন’ (Anuranan) ছবিতে অভিনয় করেছিলেন রাহুল ও ঋতুপর্ণা। ছবিটি পরিচালনা করেছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। ২০০৮ সালে সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার পায় ‘অনুরণন’।
২০১৫ সালে সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘শেষের কবিতা’য় শেষবার কোনও বাংলা ছবিতে অভিনয় করেছিলেন রাহুল।
ছবি: RBN আর্কাইভ