মুম্বইয়ে নাক গলায় বেশি: সৃজিত
RBN Web Desk: কাজের ক্ষেত্রে মুম্বইয়ে নাক গলানো হয় বেশি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। বাংলার পাশাপাশি হিন্দি ছবিও পরিচালনা করেছেন তিনি। ‘শেরদিল’ (Sherdil)ও ‘সাবাশ মিঠু’ (Shabaash Mithu) ছবিতে কাজ করেছেন পঙ্কজ ত্রিপাঠী, নীরজ কবি, তাপসী পন্নুর মতো শিল্পীদের সঙ্গে।
সৃজিতের দাবি, মুম্বইয়ে রাজনীতি তেমন না থাকলেও, ‘লবি’ রয়েইছে। সেখানে পারিশ্রমিক বাংলার তুলনায় অন্তত আট গুণ বেশি। তবে বাংলায় বাজেট কম হলেও কাজে কেউ নাক গলায় না। মুম্বইয়ে বিনিয়োগ, অংশীদার দুটোই বেশি বলে মতামতও বেশি, মনে করেন সৃজিত।
আরও পড়ুন: ওয়েব সিরিজ়ে রবিনসন স্ট্রিট কাণ্ড, কেন্দ্রীয় চরিত্রে লোকনাথ
তিনি বিভিন্ন পক্ষের নাক গলানোর সাংঘাতিকভাবে সম্মুখীন হয়েছিলেন ‘রে’ ওয়েব সিরিজ় শুটিংয়ের সময়, জানালেন সৃজিত।
২২ মার্চ মুক্তি পেতে চলেছে সৃজিত পরিচালিত ‘অতি উত্তম’।