শুধু মেয়েদের নিয়ে ‘নজরবন্দি’, নেই কোনও পুরুষ চরিত্র

RBN Web Desk: ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল ‘রুক্মাবতী কী হভেলি’। গোবিন্দ নিহলানী পরিচালিত সেই ছবিতে ছিল না কোনও পুরুষ চরিত্র। সেরকমই এবার বাংলায় শুধুমাত্র মেয়েদের নিয়ে তৈরি হতে চলেছে ‘নজরবন্দি’ (Najarbandi)। দেবারতি ভৌমিকের (Debarati Bhowmick) সাইবার অপরাধ (cyber crime) নিয়ে এই ছবিতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), পায়েল সরকার (Paayel Sarkar), মধুমিতা সরকার (Madhumita Sarcar), রাজনন্দিনী পাল (Rajnandini Paul), অনিন্দিতা বসু (Anindita Bose) ও সোহাগ সেন (Sohag Sen)। আন্তর্জাতিক নারী দিবসে, কলকাতায় এই ছবির ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও শিল্পীরা। 

ছবিতে ঋতুপর্ণা রয়েছেন এক চিত্রকরের ভূমিকায়। অনিন্দিতা থাকছেন পুলিশের চরিত্রে। থ্রিলারধর্মী এই ছবির একটি ফ্রেমেও কোনও পুরুষকে দেখা যাবে না বলে জানালেন পরিচালক। 

“দেবারতির ছবির বিষয়টা আমার পছন্দ হয়েছিল”, বললেন ঋতুপর্ণা। “আমি বিশ্বাস করি, মেয়েরা চাইলে সব পারে। এই ছবিতে এতজন মেয়ে মিলে কাজ করব আমরা এটা ভাবতেই ভালো লাগছে। তার সঙ্গে গল্পটা থ্রিলার গোত্রের যেটা এখন দর্শক পছন্দ করছেন।”

আরও পড়ুন: হলিউডে ‘দৃশ্যম’?

ছবিতে তাঁর চরিত্র বিষয়ে এখনই কিছু না বললেও পায়েল জানালেন, “ছবির বিষয়টা অবশ্যই সচেতনতামূলক। তবে আমি মনে করি একটা ছবির মূল উদ্দেশ্য অবশ্যই বিনোদন হওয়া উচিত। সেটাও এই ছবিতে থাকছে আর সেটাই সবচেয়ে বড় কথা। সাইবার ক্রাইম এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়কে কেন্দ্র করে এই গল্পটা আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

দেবারতি জানালেন, “এই সময় যে ধরণের অপরাধ সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তা হলো সাইবার ক্রাইম। ব্যাংক সংক্রান্ত হ্যাকিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) কাজে লাগিয়ে যেভাবে অপরাধচক্র বেড়ে চলছে, গল্পটা সেই নিয়েই। থ্রিলার গল্পে একটা আদ্যন্ত বাণিজ্যিক ছবি হতে চলেছে ‘নজরবন্দি’।”

cyber crime

ঋতুপর্ণা (বাঁদিকে) ও দেবারতি

কিন্তু শুধু মহিলাদের নিয়ে ছবি কেন? 

“কারণ আমি মনে করি একটা গল্পের সমস্ত ভূমিকায় শুধু মেয়েরাই থাকতে পারে। ছবি জুড়ে কোথাও কোনও পুরুষকে দেখা যাবে না। অথচ কাহিনি কোথাও বেমানান লাগবে না। এমন নয় যে পুরুষের রেফারেন্স আসবে না। কিন্তু পর্দায় আমরা কোনও পুরুষকে আনব না। এটা এই ছবির একটা বিশেষত্ব বলা যায়। আমি নিজের ছবিতে সবসময় বিশেষ কিছু করতেই ভালোবাসি।” 

মে মাসে শুরু হবে ছবির শুটিং। উৎসবের মরশুমে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানালেন দেবারতি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *