‘উনিশে কুড়ি’ রাঘব, থাকছেন বন্ধুরাও

কলকাতা: ন’বছর বয়সে গিটার বাজানো দিয়ে হাতেখড়ি। তারপর ধীরে ধীরে একসময় তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান ‘চাঁদ কেন আসে না আমার ঘরে’ গেয়ে। ২০১৯-এ তাঁর সঙ্গীত জীবনের কুড়ি বছর পূর্ণ করলেন রাঘব চট্টোপাধ্যায়। সেই উপলক্ষেই ‘উনিশে কুড়ি’ শীর্ষক অনুষ্ঠানে কাল শহরে নিজের এবং অন্যান্য পছন্দের গান গেয়ে শোনাবেন তিনি।

মা শীলা চট্টোপাধ্যায় ছিলেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী। তাঁর অনুপ্রেরণাতেই গানের জগতে প্রবেশ রাঘবের। ছোটবেলা থেকেই শচীন দেব বর্মন, মদনমোহন, সুধীন দাশগুপ্ত, রাহুল দেব বর্মন, সলিল চৌধুরীর মতো শিল্পীদের গান শুনে বড় হয়েছেন রাঘব। তাঁর নিজের গাওয়া গানের সংখ্যাও ঈর্ষণীয়। নিজস্ব গানের অ্যালবাম ছাড়াও নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন ‘পাতালঘর’, ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘রূপকথা নয়’, ‘চলো পাল্টাই’, ‘বাইশে শ্রাবণ’-এর মতো ছবিতে।

“ভাবতেই পারছি না কুড়িটা বছর কেটে গেল। আজও মনে হয় সেদিনের কথা। এত ভালোবাসা পেয়েছি মানুষজনের কাছ থেকে যা বলে বোঝানো যাবে না,” রেডিওবাংলানেট-কে বললেন রাঘব।

আরও পড়ুন: ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ আজ, মুক্তি পেল ট্রেলার

একাধিক সুপারহিট হিন্দী ছবিতেও শোনা গিয়েছে রাঘবের গান। এর মধ্যে ‘দেবদাস’, ‘তেরে নাম’, ‘রেনকোট’, ‘পরিনীতা’ বিশেষভাবে উল্লেখ্য। কাজ করেছেন বাপি লাহিড়ী, শান্তনু মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইসমাইল দরবার, সাজিদ-ওয়াজিদ, জিৎ গঙ্গোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্রর মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে।

“‘উনিশে কুড়ি’ যে শুধুমাত্র আমার গানের জগতে ২০ বছরের উদযাপন তা নয়,” বললেন রাঘব। “আমি বরাবরই সমাজের জন্য কাজ করতে আগ্রহী। সেই কারণে আমি এমন কিছু করতে চেয়েছিলাম যাতে সমাজের মঙ্গল হয়। কলকাতায় ‘হৃদায়া’ নামের একটি সংগঠন আছে যাঁরা বেশ কিছু অভাবী শিশুদের হৃদযন্ত্র সংক্রান্ত অসুস্থতার চিকিৎসায় সাহায্য করে। ‘উনিশে কুড়ি’ থেকে সংগৃহীত অর্থ পুরোটাই আমরা এই সংগঠনকে দান করব।”

আরও পড়ুন: খেল দিখা সকোগে না?

শুধু রাঘব একাই নন, ‘উনিশে কুড়ি’র মঞ্চে থাকছেন সঙ্গীত জগতে তাঁর ঘনিষ্ট বন্ধুরাও। তাঁর আমন্ত্রণে এই অনুষ্ঠানে থাকবেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায় ও অনুপম রায়। “আমার এই শিল্পী বন্ধুরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। শুধুমাত্র অসহায় শিশুদের কথা ভেবে এবং আমাকে ভালোবেসে তাঁরা আনন্দের সঙ্গে রাজি হয়েছেন,” জানালেন রাঘব।

‘হৃদয়া’র তরফে সুরজিৎ কালা জানালেন, “রাঘবদার সঙ্গে আমাদের বহুদিনের পরিচয়। আমাদের বহু অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। এখনও পর্যন্ত  ৪১টি শিশুর হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা বা কনজেনিটাল রোগের চিকিৎসা করিয়েছি আমরা। ভবিষ্যতে আরও অনেক দুঃস্থ শিশুদের পাশে থাকবে ‘হৃদায়া’।

আগামীকাল কলামন্দিরে অনুষ্ঠিত হবে রাঘবের ‘উনিশে কুড়ি’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *