বিদ্যাসুন্দর থেকে মনোজ মিত্র, থিয়েটারের বিস্মৃত গান নিয়ে দেবজিতের ‘আলোছায়া’
কলকাতা: ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরু থেকে বাংলা থিয়েটারের নিজস্ব সঙ্গীতের প্রচলন শুরু। এই সঙ্গীতের পথিকৃৎ ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। থিয়েটারের সেই সব বিস্মৃত গানকেই নতুনভাবে মঞ্চে নিয়ে আসতে চলেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবজিত্ বন্দ্যোপাধ্যায়। ‘আলোছায়া’ শীর্ষক এই অনুষ্ঠানে দেবজিত্ শোনাবেন বিদ্যাসুন্দরের আমল থেকে শুরু করে সাম্প্রতিক মনোজ মিত্রর সময়কার থিয়েটারের গান।
‘আলোছায়া’ সম্পর্কে রেডিওবাংলানেট-কে দেবজিত্ জানালেন, “থিয়েটারের সঙ্গীত নিয়ে কাজ শুরু করার পর দেখেছি, এমন প্রচুর জনপ্রিয় গান আছে যেগুলোর জন্ম থিয়েটারে অথচ সাধারণ মানুষ তা জানেন না। তাই সেই হারিয়ে যাওয়া গানগুলোকে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা এই অনুষ্ঠান।”
১৭৯৫ সালে রাশিয়ার নাগরিক হেরাসিম লেবেদেফ বাংলায় দুটি অনূদিত নাটক মঞ্চস্থ করেছিলেন কলকাতার বুকে। কিন্তু তিনি দেশে ফিরে যাওয়ার পর দীর্ঘদিন আর কোনও বাংলা নাটক মঞ্চস্থ হয়নি। লেবেদেফের নাটক সেই সময় একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েই রয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়। বাংলায় তখন কবিগানের লড়াই, আখড়াই, টপ্পা আর যাত্রাপালাই ছিল মূল আকর্ষণ। এর সঙ্গে ছিল কীর্তন, জারির মত গানও।
আরও পড়ুন: ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ আজ, মুক্তি পেল ট্রেলার
“থিয়েটারের জনপ্রিয়তা আজও বহমান,” বললেন দেবজিত্। “১৭৯৫ সাল থেকে শুরু করে প্রায় ২২৫ বছর ধরে থিয়েটারের প্রাসঙ্গিকতা এবং প্রধানপুরুষ গিরিশ ঘোষের জন্মের ১৭৫তম বর্ষপূর্তি, সব মিলিয়েই ‘আলোছায়া’। সেই সময়ের কলকাতা ও তার সামাজিক ব্যবস্থাও উঠে আসবে এই অনুষ্ঠানে।”
‘আলোছায়া’ উপস্থাপনার দায়িত্বে রয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি সংযোজনায় থাকছেন রূপসা দাশগুপ্ত এবং পুনম প্রিয়াম। গ্রন্থনার দায়িত্বে রয়েছেন কাঞ্চনা মৈত্র।
আগামীকাল আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘আলোছায়া’।