চলে গেলেন অমর পাল
কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমর পাল । আজ বিকেলে শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ছাত্রছাত্রীদের গানের ক্লাস করানোর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।
১৯২২ সালের ১৯ মে বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেন অমর পাল। মা দুর্গাসুন্দরী দেবীর কাছেই প্রথম লোকসঙ্গীতের তালিম নেন তিনি। পাশাপাশি চলতে থাকে আলাউদ্দিন খাঁ’র ছোট ভাই আয়েৎ আলী খাঁ’র কাছে উচ্চাঙ্গসঙ্গীতেরও তালিমও।
১৯৪৮ সালে আকাশবাণীর গীতিকার শচীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে কলকাতায় আসেন অমরবাবু। ১৯৫১ সালে আকশবাণী কলকাতার লোকসঙ্গীত শিল্পী হিসেবে প্রথম গান গাওয়ার সুযোগ পান এবং কিছুদিনের মধ্যেই রেডিওর গ্রেড শিল্পীর সন্মান লাভ করেন। প্রভাতী ও ভাটিয়ালী গানই ছিল অমর পালের বিশেষত্ব।
অভিনব নাট্যমেলায় আবাসনের শিল্পীরা
লোকসঙ্গীতের পাশাপাশি বহু ছবিতেও গান গেয়েছিলেন তিনি। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হয় সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবিতে ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ গানটি। এই গানে পর্দায় লিপ দিয়েছিলেন আরেক জনপ্রিয় গায়ক-নায়ক রবীন মজুমদার।
সঙ্গীত জীবনে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন অমরবাবু। পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ও পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কার। বর্ধমান বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করে তাঁকে। বিদেশেও বহু সন্মানে ভূষিত হন তিনি।