আড্ডার মেজাজে উঠে আসবে অরিন্দমের ‘অচেনা মানিক’
কলকাতা: সত্যজিৎ রায়কে নিয়ে তথ্যচিত্রের সংখ্যা নেহাত কম নয়। তাঁর কাজের পদ্ধতি, চিন্তাধারা, শ্যুটিংয়ের গল্প, এসবই উঠে এসেছে বহু সাক্ষাৎকারে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকা অভিনেতাদের থেকে জানা গেছে অনেক কিছুই। তবুও তাঁকে নিয়ে সবকিছুই কি বলা হয়ে গেছে? এমনও তো হতে পারে বাকি রয়ে গেছে অনেক কথাই, যা আজও বলা হয়ে ওঠেনি। সেই সমস্ত অজানা কথা নিয়ে শুরু হতে চলেছে পরিচালক অরিন্দম ভট্টাচার্যর নতুন টক শো ‘অচেনা মানিক’।
এমন একটা বিষয় নিয়ে কাজ করার কথা কেন মাথায় এল পরিচালকের?
“আমরা তখন ‘অন্তর্ধান’-এর শ্যুটিং করছিলাম সিমলায়। একদিন রাতে আমি, মমতা শংকর ও রজতাভ (দত্ত) আড্ডা দিচ্ছি। মমদি সত্যজিৎকে নিয়ে নানারকম গল্প বলছিলেন, যেমন উনি শ্যুটিংয়ের সময় কীভাবে ‘এক্সেলেন্ট’ বলতেন, বা কখনও মাথা গরম করতেন না, এইসব। তখন আমার মনে হল, এখনও এমন অনেক মানুষ আছেন যাঁরা সত্যজিতকে কাছ থেকে দেখেছেন, ওঁর ছবিতে কাজ করেছেন। যারা এখনও ওঁকে নিয়ে নানারকম গল্প বলতে পারেন। কিন্তু এমন করে খুব বেশি গল্প তো আমরা শুনতে পাই না। সাধারণভাবে আড্ডার মেজাজে যে সব কথা উঠে আসে, সেটা ওঁর অভিনেতা-অভিনেত্রীরা বলতে পারবেন। টেকনিশিয়নরা যেভাবে ওঁকে দেখেছেন, সেগুলো আমরা শুনেছি। কিন্তু ইনফরমালভাবে ওঁর সম্পর্কে খুব বেশি কিছু শুনিনি আমরা। সেখান থেকে এই ভাবনাটা আমার মাথায় আসে,” রেডিওবাংলানেট-কে জানালেন অরিন্দম।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
‘অচেনা মানিক’-এর প্রথম সিজ়নের তিনটে পর্বের শ্যুটিং শেষ। পনেরো দিন অন্তর একজন করে আসবেন আড্ডা দিতে। “আমাদের আপাতত ছ’জনকে নিয়ে কাজটা করার ইচ্ছে রয়েছে,” জানালেন অরিন্দম। “প্রথম সিজ়নে থাকছেন মমতা শংকর, বরুণ চন্দ ও কুশল চক্রবর্তী। এরপরে আরও কয়েকজন থাকবেন।”
সত্যজিতের ছবিতে যাঁরা তেমন নিয়মিত ছিলেন না, মূলত তাঁদেরই দেখা যাবে এই সিরিজ়ে। “যেমন ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবির অলকানন্দা রায়। সত্যজিতের এই একটি ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। এরকম আরও অনেকে আছেন। তাঁদের কাছেও সত্যজিৎকে নিয়ে নিশ্চয়ই অনেক গল্প আছে। সেগুলোই ‘অচেনা মানিক’-এ শুনব আমরা,” জানালেন ‘অন্তর্লীন’-এর পরিচালক।
ছ’টা পর্বে দেখা যাবে এই টক শো। সবকটা পর্বই রেস্তোরাঁয় বসে শ্যুট করা হয়েছে। শব্দগ্রহণের জন্য সিঙ্ক সাউন্ড ব্যবহার করেছেন পরিচালক।
সেপ্টেম্বর থেকে ইউটিউবে দেখা যাবে ‘অচেনা মানিক’।
ছবি: নিমাই ঘোষ