চোখের জল অভিনয় হতে পারে না, দাবি রচনার
RBN Web Desk: ‘দিদি নম্বর ১’-এ সব প্রতিযোগী মিথ্যে কথা বলে, এ হতে পারে না। বাংলা টেলিভিশনের সর্বকালের অন্যতম জনপ্রিয় গেম শো নিয়ে এমন মন্তব্যই করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ২০১০ সালে শুরু হওয়া এই শো সঞ্চালনা করেন রচনা। মাঝখানে কয়েকটি সিজ়ন পুষ্পিতা মুখোপাধ্যায় বা দেবশ্রী রায় সঞ্চালনা করলেও, ২০১৫ থেকে এই শো টানা সঞ্চালনা করে আসছেন রচনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দর্শকের একাংশ অভিযোগ তুলেছে যে ‘দিদি নম্বর ১’-এ যে সব মহিলারা অংশগ্রহণ করেন, তাঁদের মধ্যে বেশিরভাগের জীবন কাহিনীই বানানো বা মিথ্যা। প্রতিযোগীদের চোখের জল দেখিয়ে টিআরপি বাড়ানোই এই শো-এর উদ্দেশ্য। মহিলাদের প্রতি একতরফা সহানুভূতি আদায় করে জনপ্রিয়তার শিখরে উঠেছে ‘দিদি নম্বর ১’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে জনৈক দর্শক এমনও দাবি করেন যে তিনি তাঁর স্ত্রীর অকথ্য অত্যাচারের শিকার। যদিও তাঁর স্ত্রী ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সম্পূর্ণ উল্টো কথা বলেছেন বলে অভিযোগ করেছেন সেই ব্যক্তি।
আরও পড়ুন: বড়পর্দায় খুলছে বানতলা কাণ্ডের ফাইল
এ প্রসঙ্গে রচনা সংবাদমাধ্যমকে জানান, ‘দিদি নম্বর ১’ একেবারেই স্ক্রিপ্টেড নয়। প্রতিদিন তিনটি পর্বের শ্যুটিং হয়, তাতে চারজন করে প্রতিযোগী থাকেন। গত ১১ বছর ধরে কয়েক হাজার মহিলা ‘দিদি নম্বর ১’-এ অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে দু’-একজন প্রতিযোগী হয়তো এদিক-ওদিক বলে থাকতে পারেন। কিন্তু এই বিপুল সংখ্যক মহিলা বানিয়ে কথা বলছেন, এ অসম্ভব। তাঁদের চোখের জল অভিনয় হতে পারে না বলেই মনে করেন রচনা। তাঁদের আগের ও বর্তমান ছবি দেখলে বোঝা যায় তাঁরা একসময় কী দারুণ সুন্দরী ছিলেন, বলেন রচনা।