সিংহবাড়িতে হাজির সনাতন, কী হবে এরপর?

RBN Web Desk: ব্রিটিশ রাজত্বে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বেড়ে ওঠা ছোট্ট মেয়ে রজনীর বিয়ে হয় অমলের সঙ্গে। নাবালিকা রজনী খেলার পুতুল ফেলে চলে আসে তার শ্বশুরবাড়িতে। কিশোর অমলের সঙ্গে থাকতে-থাকতে একসূত্রে বাঁধা পড়ে দুটি মন।

ভাই কমলের হারিয়ে যাওয়া নিয়ে বাড়ির সকলে যখন উদ্বিগ্ন তখন হঠাৎই রহস্যভেদ করে কমলের চ্যালারা। তারা উলু-শঙ্খধ্বনি সহযোগে তাদের গুরু কমলকে বরবেশে সামনে নিয়ে আসে। বিয়ে ভেঙে দিয়েও, নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করতে, কমল পুঁটিকে মন্দিরে বিয়ে করে ঘরে ফেরে।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

ঘটনার আকস্মিকতায় বিহ্বল অমল প্রচণ্ড রেগে গেলেও, পরে চিনির মধ্যস্থতায় বুঝতে পারে আসলে কমল যা করেছে সব দিক রক্ষা করার জন্যই। অনেক বাকবিতন্ডার পর চিনি যখন হাসিমুখে পুঁটিকে বরণ করতে যাবে, ঠিক সেই সময়ে সিংহবাড়িতে এসে হাজির হয় সনাতন। কী হবে এবার? কমল আর পুঁটির এই পালিয়ে বিয়ে কি সনাতন মেনে নেবে? কী দুর্ভোগ অপেক্ষা করছে ওদের কপালে?




বিমল করের ‘বালিকা বধূ’ উপন্যাস অবলম্বনে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অদ্রিজা মুখোপাধ্যায়, সমৃদ্ধ পাল, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, শ্রেয়াংশি মুখোপাধ্যায়, অস্মিতা মুখোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, ঈশিতা চট্টোপাধ্যায়, সৌমি প্রধান ও আরও অনেকে।

ধারাবাহিকটি পরিচালনা করছেন মনীশ ঘোষ।

সোম থেকে শনি, প্রতিদিন রাত ৮টায় আকাশ আটের পর্দায় দেখা যাবে ‘বালিকা বধূ’।

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *