জীবনে যা পেয়েছি তাতেই খুশি, বললেন রচনা
RBN Web Desk: তাঁর জীবন নিখুঁত নয়, কিন্তু তিনি যা পেয়েছেন তাতেই খুশি, এমনটাই বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক সামাজিক যোগাযোগের মাধ্যমে এই কথা লিখেছেন তিনি।
বর্তমানে বাংলা টেলিভিশনে ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনা করছেন রচনা। বিপুল জনপ্রিয় এই গেম শো-এর আটটি সিজ়নের মধ্যে পাঁচটিই সঞ্চালনা করেছেন তিনি। দেবশ্রী রায় ও জুন মালিয়ার মত অভিনেত্রীরা এই শো-এর সঞ্চালনা করলেও, তাঁরা কেউই রচনার জনপ্রিয়তার ধারেকাছে পৌঁছতে পারেননি।
পরিচালক নন, নতুন ব্যোমকেশে এবার অন্য দায়িত্বে অঞ্জন
বাংলা ছবিতে এক সময় চুটিয়ে কাজ করেছেন রচনা। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ফিরদৌস আহমেদের মত অভিনেতাদের বিপরীতেও।
হিন্দী ছবি ‘সূর্যবংশম’-এ তাঁকে দেখা গেছে অমিতাভ বচ্চনের বিপরীতেও। তবে ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনা করেই সর্বাধিক জনপ্রিয়তা পান তিনি।
বাংলা ছাড়াও ওড়িয়া, কন্নড়, তেলুগু ও হিন্দী ছবিতে অভিনয় করেছেন রচনা।