পরিণত প্রেমকাহিনী, হিন্দি ছবিতে ঋতুপর্ণা
RBN Web Desk: আবারও হিন্দি ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এখনও পর্যন্ত ৩০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার দীপক তিজোরির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবির নাম ‘ইত্তর’ (আতর)। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বীণা বক্সি।
বলা যায়, ঋতুপর্ণার সঙ্গেই বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘আশিকি’, ‘সড়ক’, ‘খিলাড়ি’, ‘গুলাম’ ও ‘জো জিতা ওহি সিকন্দর’-এর মতো সুপারহিট ছবির অভিনেতা দীপক। সাম্প্রতিক সময়ে পরিচালকের ভূমিকাতেই বেশি দেখা গিয়েছে তাঁকে। তাঁর পরিচালিত ছবি ‘ফক্স’-এ অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা।
আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক তকমা নিয়েই মুক্তি পেল ‘এলএসডি’
প্রযোজনা সূত্রের খবর পরিণত প্রেমকাহিনী হতে চলেছে ‘ইত্তর’। ছবিতে ঋতুপর্ণার অভিনীত চরিত্রটির নাম আভা। সে পেশায় স্কুলশিক্ষিকা। দীপককে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি।
শীঘ্রই মুক্তি পাবে ছবিটির ট্রেলার।