আসছে ফেলুদার ‘নয়ন রহস্য’, মুক্তি পেল ট্রেলার
RBN Web Desk: সত্যজিৎ রায়ের সৃষ্টি গোয়েন্দা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার গল্প ‘নয়ন রহস্য’ অবলম্বনে আসছে নতুন ওয়েব সিরিজ়। সেই সিরিজ়েরই ট্রেলার মুক্তি পেল গতকাল। তবে কলকাতা নয়, ঢাকার এক সংস্থা প্রযোজনা করছে এই সিরিজ়।
‘নয়ন রহস্য’-এ ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। লালমোহনবাবুর চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালামকে। এছাড়ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রৌনক হাসান ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত ও মামুন রশিদ।
জ্যোতিষ্ক নয়নে মুগ্ধ সবাই!
তার জাদুর জোরে নিজেদের কার্জসিদ্ধির জন্য হন্যে হয়ে ছুটছে কজন৷ তারই মাঝে ঘটে অঘটন। নয়ন নিখোঁজ!আর সেই রহস্য উদঘাটনে নামে ফেলুদা এন্ড কোং! বাকিটা জানতে চোখ রাখুন বায়োস্কোপে।
#NoyonRohossho #Feluda #ComingSoon
Posted by Bioscope on Tuesday, May 14, 2019
তিন পর্বের এই সিরিজ়টি পরিচালনা করেছেন চলচ্চিত্রে বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক তৌকির আহমেদ।
ঢাকা ছাড়াও ‘নয়ন রহস্য’র শ্যুটিং হয়েছে চট্টগ্রামে।
বদলে যাচ্ছে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’র বিষ্ণুপ্রিয়া
এর আগে ওয়েব মাধ্যমে ফেলদুার ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তোপসের চরিত্রে ছিলেন ঋদ্ধি সেন।