বদলে যাচ্ছে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’র বিষ্ণুপ্রিয়া
RBN Web Desk: বদলে যাচ্ছে ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকের বিষ্ণুপ্রিয়া। এতদিন এই চরিত্রে অভিনয় করছিলেন অলকানন্দা গুহ। তবে এখন থেকে বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে।
এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন শুভ রায়চৌধুরী, লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে আছেন নবনিতা মালাকার। নবনিতা এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যার মধ্যে ‘পুণ্যি পুকুর’ ও ‘এই ছেলেটা ভেলভেলেটা’ অন্যতম।
পরিচালক নন, নতুন ব্যোমকেশে এবার অন্য দায়িত্বে অঞ্জন
বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অন্য অভিনেত্রী নেওয়া হল কেন?
সূত্রের দাবী, অলকানন্দার কাজে খুশি ছিলেন না প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ। তাই তাঁকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
‘জামাই রাজা’ ধারাবাহিকে নীলাশার চরিত্রে শ্রীমার অভিনয় প্রশংসিত হয় দর্শক মহলে।
‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকে বিষ্ণুপ্রিয়া হিসেবে শ্রীমার প্রবেশের পর নতুন এক মোড় নেবে গল্প।